চাঁদ আজ সারাদিন বৃশ্চিক রাশিতে গোচর করবে। সূর্য এখন মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা দশমী তিথি। আজ সন্ধে ৭টা ২৫ মিনিটের পর একাদশী পরে যাচ্ছে। আজ বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সারারাত থাকবে অনুরাধা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৮ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২০ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। এই সব যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশিফল
আজ মেষ রাশির জাতকদের উপার্জন বাড়বে। আপনার পরিশ্রম ও আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে নতুন মোড় আনবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ থাকবে। বয়স্কদের শারীরিক সমস্যা বিশেষত রক্তচাপ সংক্রান্ত সমস্যা হতে পারে। যৌথ উদ্যোগে বা অংশীদারি ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে।
বৃষ রাশিফল
আজ বাড়িতে অতিথি আসতে পারেন। কর্মক্ষেত্রে কোনও গোপন তথ্য আপনার হাতে আসতে পারে। বিচলিত না হয়ে নিজের কাজ আরও মন দিয়ে করুন। ব্যবসায় লাভ বাড়বে। পেশাগত ক্ষেত্রে ঈর্ষা ও প্রতারণা থেকে সাবধান থাকুন। প্রয়োজনের অতিরিক্ত খরচ হতে পারে। সহৃদয় লোকের সান্নিধ্য পাবেন। কঠিন সমস্যার সমাধান হবে।
মিথুন রাশিফল
আজ কোনও আত্মীয়ের সঙ্গে বিরোধ হওয়ার প্রবল যোগ আছে। ব্যবসায় নতুন পদ্ধতি অবলম্বন করে আর্থিক ভাবে লাভবান হবেন। অর্থের অপচয় করবেন না। সবার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা আপনাকে সুফল দেবে। পরিকল্পনা অনুযায়ী কাজের রূপায়ণ ও বাস্তবায়ন করে আত্মতৃপ্তি পাবেন। জটিল সমস্যার সমাধান করতে পারবেন।
কর্কট রাশিফল
আজ দূরদর্শিতার সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন কর্কট রাশির জাতকরা। ভ্রমণ লাভজনক হবে না। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের চোখে পড়ার মতো উন্নতি হবে। ফ্যাশন ডিজাইনিং, ইন্টিরিয়ার ডেকোরেশন, বুটিক সংক্রান্ত শৌখিন ব্যবসা লাভজনক হবে। গুরুজন স্থানীয় কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন।
সিংহ রাশিফল
আগে থেকে নেওয়া মানসিক প্রস্তুতি আজ আপনার সব ঝামেলা কাটিয়ে উঠতে সাহায্য করবে। সিংহ রাশির জাতকরা আজ গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। নানা কারণে অতিরিক্ত খরচ করবেন। পেশাগত ক্ষেত্রে ট্রান্সফার বা কর্মস্থান পরিবর্তনের যোগ রয়েছে। অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না। কাঠ ও লোহার ব্যবসায়ীরা বিশেষ ভাবে লাভবান হবেন।
কন্যা রাশিফল
অকারণ চিন্তায় আজ চিন্তিত হবেন কন্যা রাশির জাতকরা। আপনার দৃঢ় পদক্ষেপে পরিবারের সবার আশা পূরণ হবে। নতুন চিন্তাধারা কর্মক্ষেত্রে কার্যকরী রূপ নেবে এবং সহকর্মীদের ঈর্ষার কারণ হবে। প্রশাসনিক বা আইনি সমস্যার মৌখিক ভাবে সমাধান করার চেষ্টা করবেন। গুরুর সান্নিধ্য পেতে পারেন।
তুলা রাশিফল
প্রাথমিকস্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনার ফল আশাব্যাঞ্জক নাও হতে পারে। তুলা রাশির জাতকদের দাম্পত্যে অশান্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন। মা-বাবা বা গুরুস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শত্রুরা আপনার অনিষ্ট করার চেষ্টা করবে। সতর্ক ভাবে রাস্তাঘাটে চলাফেরা করুন।
বৃশ্চিক রাশিফল
আজ পরিশ্রম করলে সাফল্য পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। তবে এই সাফল্য খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। পরিবারের সবার সান্নিধ্যে ভালো সময় কাটাবেন। ব্যবসায় প্রতিপত্তি বাড়বে এবং অনেকেই আপনার গুণমুগ্ধ হবে। ধর্মাচরণে বাধা আসলেও নিজের কাজে আপনি নিষ্ঠাবান থাকবেন। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে।
ধনু রাশিফল
অফিসে আজ সবাই আপনার আনুগত্য স্বীকার করবে। ধনু রাশির জাতকদের পারিবারিক সম্পর্কের মধ্যে জটিলতা আসতে পারে। উপার্জন বাড়বে। কোনও বন্ধনে আটকে গিয়েছেন বলে আপনার মনে হবে। কিন্তু এই বন্ধন আপনার জন্য লাভজনক হবে। জমি জায়গা, অংশীদারি ও পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে।
মকর রাশিফল
আজ চাকরিতে আয় বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে খরচও বাড়বে। তাই টাকা জমানো সম্ভব হবে না। চাকরিজীবীদের পদোন্নতিতে বাধা আসবে। অফিসে কয়েকজন আপনার বিরোধিতা করবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যবসায়ীদের উপার্জন খুব একটা ভালো হবে না। তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্যে মনোমালিন্য হতে পারে।
কুম্ভ রাশিফল
আজ কর্মজীবনে আপনাকে নতুন চুক্তি সই করতে হবে। বাড়ি বা জমি কেনার যোগ আছে। অনেক চিন্তা মাথায় ঘুরবে। আজ চেষ্টা করেও টাকা জমাতে পারবেন না। নিজের কথাবার্তায় সংযম রাখুন কুম্ভ রাশির জাতকরা। না হলে সমস্যা আরও জটিল হবে। প্রশাসনিক দায়িত্বে থাকা কোনও ব্যক্তি আপনার বিরুদ্ধাচরণ করতে পারেন।
মীন রাশিফল
আজ যে কাজে হাত দেবেন তাতেই সুফল পাবেন। ভ্রমণের ইচ্ছে থাকবে, তবে খরচের হিসেব করে তবেই পরিকল্পনা করুন। দালালি বা কমিশন ভিত্তিক কাজে আজ প্রচুর লাভ হতে পারে। শারীরিক কিছু সমস্যা আসতে পারে, কিন্তু তা গুরুতর আকার নেবে না। স্ত্রীকে নিয়ে মানসিক চিন্তা থাকবে।