Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি

মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি

Published on: Published on 2025-01-24 07:31 PM

Share on:

প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সলমন-শাহরুখের অভিনেত্রী।নয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী। মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকারজগতের তাবড় ডনরাও। বলিউডে তখন মাফিয়ারাজ। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার। পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা যায় তাঁকে। বলিউডের সেই প্রাক্তন অভিনেত্রীই এবার মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন।২৪ জানুয়ারি কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই শুরু করলেন জীবনের আধ্যাত্মিক ইনিংস। সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তাঁর নতুন নামকরণ করা হল মমতানন্দ গিরি। এদিন মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। তবে সেই গ্ল্যামার আর নেই! একনজরে মমতাকে দেখে চেনাও দায়! জানা গিয়েছে, শুক্রবারই সন্ন্যাসিনী মমতানন্দকে কিন্নর আখড়ার ‘মহামন্ডলেশ্বর’ হিসেবে ঘোষণা করা হবে। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের অন্তরালে থাকেন মমতা কুলকার্নি। করণ অর্জুন, আশিক আওয়ারা থেকে শুরু করে নয়ের দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথমসারির নায়কদের সঙ্গেও স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ে ধর্মে মতি হয় তাঁর। আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী। এবার সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি।

TOP RELATED