Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ইডেনে প্রথম একাদশে নেই শামি

ইডেনে প্রথম একাদশে নেই শামি

Published on: Published on 2025-01-22 07:08 PM

Share on:

একবছরেরও বেশি সময় পরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু মাঠে নামা হল না। ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০র দলেই রাখা হল না মহম্মদ শামিকে। বুধবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু নিজের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না বঙ্গ পেসার। সূত্রের খবর, শামি নাকি পুরোপুরি ফিট নন। সেকারণেই তাঁকে এদিনের ম্যাচে দলে রাখা হয়নি। যদিও অনুশীলনে শামিকে প্রচণ্ড গতিতে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে।২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার নেমেছিলেন। তারপর দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রনজি ট্রফি বা বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে ভালো পারফর্ম করেছেন। কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। হাল না ছেড়ে লাগাতার পরিশ্রম করে গিয়েছেন বঙ্গ পেসার। অবশেষে জাতীয় দল কামব্যাক। ইংল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন তারকা পেসার।প্রথমটায় বিশ্বাস হচ্ছিল না ধারাভাষ্যকারদের। বিশ্বাস কি করতে পেরেছিলেন স্বয়ং রবি শাস্ত্রীও। সূর্য বললেন, ''টস জিতে আমরা প্রথমে বল করব। কারণ শিশির সমস্যা।'' 
শাস্ত্রী প্রথম একাদশ জানতে চাইলে সূর্য বললেন, ''আমরা আমাদের শক্তি অনুযায়ী এগোব। প্রথম একাদশে রাখা হয়নি সামি, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানাকে।'' 

দিন কয়েক ধরে সামি সব আলো কেড়ে নিয়েছিলেন। তিনি আগে বলেছিলেন, জাতীয় দলের জার্সিতে ফেরার জন্য খিদে থাকতে হবে। তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকি বলেছিলেন, ''অস্ট্রেলিয়ায় কোনও অবদান রাখতে না পারায় কাঁদত সামি। অস্ফুটে বলত, আমি যদি থাকতাম, তাহলে দেশের জন্য কিছু করতে পারতাম।''

সেই সামিকেই প্রথম একাদশে রাখা হল না। টি-টোয়েন্টি ফরম্যাটে তো করতে হবে মাত্র চার ওভার। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে নাগাড়ে বল করে গিয়েছেন সামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছেন, খেলেছেন বিজয় হাজারে ট্রফি। ইডেনে কি চার ওভার করতে পারতেন না? 

ধারাভাষ্যকাররা কোনও কারণ খুঁজে পাননি। তাঁরা বলছিলেন, ''একমাত্র অধিনায়কই আসল কারণটা বলতে পারবেন।'' সূর্য নিজেও বরফ গলাননি। সাদা বল হাতে সামিকে বল করতে দেখতে চেয়েছিল ইডেন। তাঁর নামে জয়ধ্বনি দেওয়ার জন্য তৈরি ছিল নন্দনকানন। সামি নেই প্রথম একাদশে, অনেকটাই যেন উৎসাহ কমল ক্রিকেটভক্তদের। বঙ্গপেসার ঘরের মাঠেই ব্রাত্য থেকে গেলেন। 

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে শেষ বার বল করতে  দেখা গিয়েছিল সামিকে। এদিনও প্রত্যাবর্তন না হওয়ায় আরও দীর্ঘায়িত হল সামির ফেরা। 

TOP RELATED