‘বাবা নারী নিগ্রহকারী, ছেলে খুনি! এই না হলে ‘মোদির পরিবার’! BJP প্রার্থী ব্রিজভূষণের ছেলের বিরুদ্ধে কটাক্ষ তৃণমূলের
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ফের বিতর্কে বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরণ সিং। এবার তাঁর ছেলে কর্ণভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। জানা গেছে, বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের ছেলের কনভয়ের গাড়ি চাপা দিল তিন জনকে, যার মধ্যে এক কিশোর এবং এক তরুণের মৃত্যু হয়েছে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক মহিলাও। উত্তর প্রদেশের গোন্দায় বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ-হুজুরপুর এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কটাক্ষ, ‘বাবা নারী নিগ্রহকারী, ছেলে খুনি! এই না হলে ‘মোদির পরিবার’! উত্তরপ্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ শরণ সিংহের পুত্র তথা বিজেপি প্রার্থী কর্ণভূষণ সিংহের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। আহত হলেন আরও একজন। নেতা সেজে বসে থাকা এই জনবিরোধীদের অবিলম্বে গণতান্ত্রিক পথে সমূলে উৎখাত করুন। নাহলে সমূহ বিপদ’!
উল্লেখ্য, হুজুরপুরের দিকে এগোচ্ছিল কর্ণভূষণের কনভয়। গোন্দার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে তাঁর কনভয়ের একটি গাড়ি এসে ধাক্কা মারে একটি বাইকে। দুই আরোহীই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। গাড়ির ধাক্কায় আহত হন আরও কয়েকজন পথচারী। যে ফরচুনার গাড়িটি ধাক্কা মেরেছে, সেই গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা জুড়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে কনভয়ে কর্ণভূষণ ছিলেন কি না, তা তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই ফরচুনার গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে পুলিশের প্রাথমিক রিপোর্টে বিজেপি প্রার্থীর নাম উল্লেখ নেই বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, মহিলা কুস্তিগীরদের যৌন নিগ্রহের অভিযোগে এবার ব্রিজভূষণকে টিকিট দেয়নি বিজেপি। তবে উত্তরপ্রদেশের কৈসরগঞ্জ লোকসভা আসনে তাঁর ছেলে কর্ণভূষণকে প্রার্থী করা হয়। ব্রিজভূষণের আরেক ছেলে, প্রতীক ভূষণ গোন্দা সদর আসনের বিজেপি বিধায়ক।