Last Update
ভেন্টিলেশনে সঙ্কটজনক ২ প্রসূতি, বাকিরা আইসিউতে
স্যালাইনের বিষক্রিয়ার জেরে মেদিনীপুর মেডিক্যালের হাসপাতালে চিকিৎসাধীন চার প্রসূতি। তাঁদের ডায়ালিসিস থেকে একাধিক পরীক্ষা করা হচ্ছে বলে সূত্রের খবর। দুজন ভর্তি ভেন্টিলেশনে। দুজনকে রাখা হয়েছে আইসিউতে। এছাড়াও হাসপাতাল চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।জানা গিয়েছে, ভেন্টিলেশনে রাখা প্রসূতিদের অবস্থা সঙ্কটজনক। তাঁদের একাধিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁদের ডায়ালিসিস থেকে বায়োপসি-সহ একাধিক পরীক্ষা করা হচ্ছে। আইসিউতে থাকা বাকি দুই রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই খবর। তাঁদের অবস্থা স্থিতীশীল বলে জানা গিয়েছে। তাঁদেরও বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকদের দল।এদিকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে হাসপাতাল চত্বর। পুলিশে ছয়লাপ এলাকা। রবিবার বিক্ষোভ দেখান ডিওয়াইএফওয়াই। শনিবার তাদের কর্মীদের আটক করা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় তারা।মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের। স্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে অভিযোগ সামনে এসেছে। তার মধ্যেই শুক্রবার সকালে মারা যান মামনি রুইদাস নামে এক প্রসূতি। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছয় স্বাস্থ্যভবনের ১৩ সদস্যের প্রতিনিধি দল। কীভাবে এই গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে এই দল গঠন করা হয়েছে।
TOP RELATED