Last Update
দলনেত্রীর বার্তা শুনতে নানা বেশে হাজির অনুগামীরা
আজ ২১ জুলাই। শহিদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা। আজ শহরের সব পথ মিশেছে ধর্মতলায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। ছাব্বিশের বিধানসভাকে মাথায় রেখে কী বার্তা দেন দলনেত্রী, তার দিকে তাকিয়ে দলের নেতা-কর্মী থেকে রাজনৈতিক মহল।
সকাল থেকেই শহরের রাস্তায় তৃণমূল নেতা-কর্মীদের ভিড়। লক্ষ্য় একটাই ধর্মতলায় দলনেত্রীর বক্তব্য শোনা।
দলীয় নেতৃত্বের পাশাপাশি নানা ফ্রন্টের নেতৃত্ব অর্থাৎ যাঁরা মূলত সমাজের নানা অংশের প্রতিনিধিত্ব করছেন তাঁদেরএবার বক্তা তালিকায় রাখা হয়েছে। যেমন সংখ্যালঘু, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বুদ্ধিজীবী। ভাষণ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিথি অখিলেশ যাদব। সভা শেষে অখিলেশের সঙ্গে কালীঘাটে মমতা অভিষেকের সঙ্গে আলাদা করে ঘরোয়া বৈঠক হতে পারে।সভাস্থলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
TOP RELATED