Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

অন্ধ্রপ্রদেশে অনাথাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় মৃত ৪ শিশু

অন্ধ্রপ্রদেশে অনাথাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় মৃত ৪ শিশু

Published on: Published on 2024-08-19 08:27 PM

Share on:

অন্ধ্রপ্রদেশের একটি অনাথাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু ৪ শিশুর। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও ৩৩ জন। রবিবার সকালে জলখাবারের পরেই পেটে ব্যথা, বমির উপসর্গ দেখা দেয় শিশুদের মধ্যে। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, আশঙ্কা প্রশাসনের।অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি গির্জা পরিচালিত ওই অনাথাশ্রমে ৮৬ জন শিশুর বাস। রবিবার সকালে প্রাতরাশের পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই শিশুদের একাংশ। কারও পেটে ব্যথা, কারও বমির মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক পড়ুয়ার মধ্যে একই উপসর্গ ধরা পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা অনাথাশ্রমে। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন কর্তৃপক্ষও। তড়িঘড়ি অসুস্থ শিশুদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন রাজ্যের উপ-শিক্ষা কর্মকর্তাও।
রবিবারই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিন শিশুর। তাদের তিনজনেরই বয়স ন’বছরের কম। বাকি শিশুদের চিকিৎসা চলছে আনাকাপল্লি এবং বিশাখাপত্তনম জেলার বিভিন্ন হাসপাতালে। মৃত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সে রাজ্যের সরকার। কীভাবে বিষক্রিয়া ছড়াল তা খতিয়ে দেখতে ওই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপ-শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে চলছে তদন্ত।

TOP RELATED