Last Update
ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাজ্যে প্রাণ হারালেন ৫ জন!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরে রাজ্যে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের মেমারির কলনাবগ্রামের কোঙারপাড়ার তড়িদাহত হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। এছাড়া মহেশতলাতেও তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। কলকাতা, নামখানা, মহেশতলা, মেমারি, পানিহাটি মিলিয়ে এই নিয়ে রাজ্যে রেমালের দাপটে প্রাণ হারালেন মোট ৫ জন।
রবিবার থেকে মেমারিতে তীব্র ঝড়বৃষ্টি। ফলে বেশ কয়েক জায়গায় ভেঙে গিয়েছে গাছ। এমনকি উপড়ে গিয়েছে কিছু বিদ্যুতের খুঁটিও। সোমবার সকালে মেমারির কলনাবগ্রামের কোঙারপাড়ায় ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। মৃত ব্যাক্তিদের নাম ফড়ে সিং(৬৪) ও তরুন সিং(৩০)। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণ করেন।
অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গি মেটেপাড়ায় বাড়িতেই তড়িদাহত হয়ে প্রাণ হারান তাপসী দাস নামে এক মহিলা। মৃত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ ও কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
রেমাল-দুর্যোগের মধ্যে ইতিমধ্যেই মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে কলকাতা এবং নামখানাতেও। রবিবার রাতে ঝড়বৃষ্টির মাঝে এন্টালির ১৫ নম্বর বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় শেখ সাজিদ নামে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়ে বাড়ির একাংশ। এদিকে নামখানার মৌসুনির বাগডাঙায় অশীতিপর এক বৃদ্ধা নিজের বাড়িতেই প্রাণ হারান।
প্রসঙ্গত প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে রেমালের দাপটে প্রাণ গেল মোট ৫ জনের।
TOP RELATED