Last Update
তিনগুণ বাড়বে বেতন?
গুঞ্জন ছিল। অবশেষে সেটাই সত্যি হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন অষ্টম পে কমিশন গঠনের। গঠিত হয়েছে এই সংক্রান্ত একটি কমিটিও। প্রসঙ্গত, সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল ২০১৬ সালে। যার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের আগামী ৩১ ডিসেম্বর। সুতরাং ২০২৬ সালের ১ জানুয়ারি লাগু হতে চলেছে অষ্টম পে কমিশন।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারও বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা থাকে, তাঁর বেসিক বেতন বেড়ে হবে ৫১ হাজার ৪৮০ টাকা।আজই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশনের দাবি করে আসছিলেন। সেই দাবি মেনে নিল সরকার। যদিও এর আগে সংসদে এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কোনও প্রস্তাব নিয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন না। নিয়ম হল কোনও বেতন কমিশন গঠিত হলে পূর্বের ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নিয়ম অনুযায়ী, সেই ৫৩ শতাংশ ডিএ এখন মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ অষ্টম বেতন কমিশনে যদি ৪ শতাংশ ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার তাহলে অষ্টম বেতন কমিশনের অধীনে ওই শতাংশ ডিএ মিলবে। সেখানে সপ্তম বেতন কমিশনের ৫৩ শতাংশ মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে। প্রসঙ্গত, প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। সপ্তম বেতন কমিশনের আগে যে সব কমিশন গঠিত হয়েছিল সেই সবের মেয়াদ ছিল ১০ বছর করেই। সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে কার্যকর হয়েছিল। গঠিত হয়েছিল ২০১৪ সালে। তার ঠিক ১০ বছরের মধ্যে আরও একটি পে কমিশন গড়ে ওঠার অনুমোদন দিল সরকার। নয়া পে কমিশন নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা পে কমিশন নিয়ে বৈঠক করেন। বৈষ্ণব আরও জানান, এই কমিশনকে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
TOP RELATED