Last Update
বিদ্যাধরি নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলল
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরি নদীর চরে কুমিরের দেখা মিলল। প্রায় কুড়ি মিনিট ধরে নদীর পাড়ে কাদামাটি মাখা অবস্থায় কুমির অবস্থান করল ।
সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে পাশে সুন্দরবন জঙ্গল সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে কুমির দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন ।
পাশাপাশি এটাও শোনা যায় কি করে এই বিদ্যাধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়ল তাহলে কি দিক নির্ণয় করতে না পারার জন্য নদীতে ঢুকে পড়ল না খাবারের সন্ধানে? রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে হাড়োয়া গ্রাম ও শহর জুড়ে।
TOP RELATED