Last Update
নাখোদা মসজিদের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাতসকালে বড়বাজারে নাখোদা মসজিদের কাছে, বহুতলের মধ্যে প্লাস্টিকে গোডাউনে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছছেন দমকল মন্ত্রী সুজিত বোস এবং মেয়র ফিরহাদ হাকিম। তবে আগুন লাগার পর ঘটনাস্থলে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় যেতেই শুরু রাজনৈতিক চাপানউতোর।
বড়বাজারে নাখোদা মসজিদের সামনে ভয়াবহ আগুন লাগে। বহুতলের মধ্যে কার অনুমতিতে চলছিল প্লাস্টিকের গুদাম? এলাকায় পৌঁছে আগের বিজেপি কাউন্সিলরের দিকে তির বর্তমান কাউন্সিলরের এলাকায় বেআইনি নির্মাণ। বেআইনি গুদাম আছে, মানলেন কাউন্সিলর।জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ একতলা বাড়িতে প্লাস্টিকের সামগ্রী ও পিচবোর্ড ঠাসা গুদামে আগুন লেগে যায়। পাশের দুটি বহুতলের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ছাদে উঠে পড়েন। পুড়ে যায় ফুটপাতের ৭-৮টি দোকান, বাইক ও স্কুটার। বিদ্যুতের তারে আগুন ধরে যায়। সংকীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢোকাতে বেগ পেতে হয়। রবীন্দ্র সরণিতে গাড়ি রেখে হোসপাইপ ঢুকিয়ে আগুন নেভাতে নেমে পড়েন দমকল কর্মীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ অবধি পাওয়া খবরে, দমকলের ১৫টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাদেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
TOP RELATED