এক্সপ্রেস কলকাতা ডেস্ক: লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ওইদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন। তার আগে শনিবার দুপুরে কোচবিহারে প্রচারসভায় ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া। গতকালই কোচবিহার গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কোচবিহারে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনিও নিশীথ প্রামাণিকের সমালোচনা করেন।
নিশীথ প্রামাণিককে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদালত ছয় মাস আগে গ্রেফতারির সমন পাঠিয়েছিল, তাঁকে আদালতে গিয়ে জামিন নিয়ে হয়েছে। তাঁকে আবার বিজেপি প্রার্থী করেছে।’ দিনহাটা, শীতলকুচিতে বিএসএফের অতিসক্রিয়তা নিয়েও সমালোচনা যায় অভিষেকের মুখে। তিনি প্রশ্ন তোলেন, এখানে একাধিক জায়গায় রাজবংশী মানুষের উপর অত্যাচার হয়েছে। মনে করিয়ে দেন, শীতলকুচিতে গত বিধানসভা নির্বাচনের সময় আধা সেবার গুলিতে পাঁচজন মানুষের মৃত্যুর কথা। অভিষেক বলেন, ‘তিনি তো স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ছিলেন। তাঁর দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অমিত শাহ। তাঁকে একটা চিঠি দিয়ে বলেছেন, এখানে রাজবংশী মানুষের উপর অত্যাচার হচ্ছে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদী বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। তাহলে আদালত যাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তাঁকে প্রার্থী করল কী করে? আপনারাই তো কথায়, কথায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখান। তাহলে নিশীথ প্রামাণিক প্রার্থী হল কী করে?’ উল্লেখ্য, নিশীথ প্রামাণিক গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ থাকার কারণে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস।
এছাড়াও তৃণমূলকে জেতালে ডিসেম্বরের মধ্যেই মিলবে আবাসের বাড়ি, সিতাইয়ের প্রচার সভা থেকে এমনই প্রতিশ্রুতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার রাজ্যের তরফে কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ করা হয়েছে। এমনকী জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগের পরও আবাসের বাড়ি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আবাসের বাড়ি থাকলে এত ক্ষতি হত না। এদিন অভিষেক বললেন, আর আবাসের জন্য কারও অপেক্ষা করতে হবে না। আসন্ন নির্বাচনে কোচবিহারে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যে এলাকার বাসিন্দাদের আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।