এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম নিয়ে চলা দীর্ঘ জল্পনার অবসান। বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড হারবার। এ কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকে বারবারই বলেছিলেন, এই কেন্দ্রে তাঁর দল এমন প্রার্থী দেবে, যিনি এ কেন্দ্রে লড়াইয়ের জন্য আদর্শ। অবশেষে লোকসভা ভোট শুরুর দুদিন আগে বাংলার শেষ আসন অর্থাৎ ডায়মন্ড হারাবার লোকসভা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। কিছুদিন আগে সজল ঘোষের মুখে শোনা গিয়েছিল এই ‘ববিদা’র কথা। কিন্তু কে এই ‘ববি’? এক নজরে দেখে নিন।
অভিজিৎ দাস ওরফে ববির বয়স ৫৪ বছর। এমএসসি করেছেন তিনি। ১৯৯৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এলআইবি.সায়েন্স, ২০১০ সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি। অভিজিৎ দাস পেশায় আইনি উপদেষ্টা এবং সমাজ কর্মী। শ্রমিক নেতা বলেও পরিচিতি রয়েছে অভিজিৎ দাসের। পেশায় আইনজীবী অভিজিৎ দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় সদস্য। রাজ্য রাজনীতিতে অভিজিৎ দাস পরিচিত মুখ না হলেও জেলা তথা ডায়মন্ড হারবার লোসকভা কেন্দ্রে পরিচিত মুখ বিজেপির ববি। ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি। রেলের যাত্রী সুরক্ষা-স্বাচ্ছন্দ্য কমিটির সদস্যও ছিলেন তিনি।
উল্লেখ্য, এর আগেও ওই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছেন তিনি। ২০১৪ সালে এই লোকসভা আসন থেকেই প্রার্থী করা হয়েছিল অভিজিৎকে। সেইবার অভিষেকের ধারেকাছে যেতে পারেননি শ্রমিক সংগঠনের এই নেতা ও সংগঠক। ভোট পেয়েছিলেন ২ লক্ষ ৮৫৮ (১৫.৯২%)। প্রায় ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জিতেছিলেন অভিষেক। সেবার ‘থার্ড বয়’ ছিলেন বিজেপির ববি। এর আগে ২০০৯ সালেও ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন অভিজিৎ দাস। সেবার ভোট পেয়েছিলেন ৩৭,৫৪২ (২.৮৮%)।
সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও সঙ্ঘ পরিবার অভিজিৎকে প্রার্থী করতে চাইলেও দলের ভিতরে মতবিরোধ ছিল। দলের একাংশ অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে চাইছিল। কখনও রুদ্রনীল ঘোষ, কখনও শঙ্কুদেব পণ্ডা, কখনও কৌস্তভ বাগচীর নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত দলের পুরনো সৈনিক অভিজিতের উপরই ভরসা রেখেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহরা।
অন্যদিকে ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার সময় প্রশ্ন করা হয়, আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিল অবশেষে। কী বলবেন? এর উত্তরে অভিষেক তাকিয়ে ‘ভাল ভাল ভাল’ বলে চলে যান। প্রতিক্রিয়ায় তিনি বুঝিয়ে দেন, প্রার্থীর নাম নিয়ে তিনি বিশেষ বিচলিত নন। তবে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে।