Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস

Published on: Published on 2024-08-10 08:56 PM

Share on:

তারকেশ্বরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল সরকারি বাস। আহত কমপক্ষে ১২ যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য হুগলির তারকেশ্বরের পিয়াসাড়া ঘোষপুকুর এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, ধর্মতলা থেকে আরামবাগে যাচ্ছিল সরকারি বাসটি। তারকেশ্বরের পিয়াসাড়া ঘোষপুকুর এলাকায় আচমকা ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি। স্থানীয়রা বিষয়টি দেখামাত্রই খবর দেয় পুলিশে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাই। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি নার্সিংহোম ও আরামবাগ মেডিক্যাল কলেজে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন দুপুরে ধর্মতলা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল বাসটি। আচমকা ঘোষপুকুরের কাছে হঠাৎ একটি অটো বাসের সামনে চলে আসে। তখনই পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় অটোচালকও আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল। বাসের গতি কত ছিল। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। 

TOP RELATED