Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

শ্লীলতাহানির অভিযোগে শরদ কাপুরের বিরুদ্ধে FIR

শ্লীলতাহানির অভিযোগে শরদ কাপুরের বিরুদ্ধে FIR

Published on: Published on 2024-11-30 07:30 PM

Share on:

গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তারকাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনা নতুন নয়! এবার ‘জোশ’, ‘লক্ষ্য’, ‘দস্তক’-এর মতো একাধিক সিনেমা খ্যাত বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে এক মহিলাকে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। সংশ্লিষ্ট ঘটনার জেরে খর থানায় এফআইআর দায়ের হয়েছে।৩২ বছর বয়সি ওই অভিযোগকারীনী জানিয়েছেন, শরদের সঙ্গে তাঁর ফেসবুকের মাধ্যমে আলাপ। এর পর ভিডিও কলের মাধ্যমেও তাঁর সঙ্গে কথা হয়। শরদ নাকি মহিলাকে বলেছিলেন যে তিনি নতুন সিনেপ্রজেক্ট সম্পর্কিত বিষয়ের জন্য তাঁর সঙ্গে দেখা করতে চান। এর পরই অফিসে দেখা করার নাম করে মহিলাকে বাড়ির লোকেশন পাঠিয়ে দিয়ে শরদ তাঁকে বলেন, তাঁর খার এলাকার অফিসে আসতে। ওই লোকেশন অনুযায়ী গিয়ে সেখানে পৌঁছেই ওই মহিলা দেখতে পান যে এটি অভিনেতার অফিস নয়, বরং বাড়ি। বেল বাজাতেই এক ব্যক্তি এসে দরজা খুলে দেন। পৌঁছনো মাত্রই শরদ কাপুর নাকি তাঁর বেডরুম থেকে আওয়াজ দিয়ে মহিলাকে ডাকেন। এরপরই অভিযোগকারীনী যা বললেন, তাতে চমকে উঠতে হয়!মহিলা পুলিশকে জানিয়েছেন, বেডরুমের দরজার সামনে যেতেই তিনি দেখতে পান শরদ পুরো উলঙ্গ। তৎক্ষণাত তিনি অভিনেতাকে জামাকাপড় পরার অনুরোধ করেন। কিন্তু পরিবর্তে নাকি শরদ তাঁকে বলেন, ভিতরে এসে তাঁকে আলিঙ্গন করে চুমু খেতে। সেই কুপ্রস্তাব ওই মহিলা প্রত্যাখ্যান করা মাত্রই অভিনেতা নাকি তাঁকে জোর করে স্পর্শও করেন। গোটা ঘটনাটা এক বন্ধুকে জানিয়েছিলেন। এরপরই খর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। ভারতীয় নব্য সংহিতার ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় অভিযোগ দায়ের হয়েছে শরদ কাপুরের বিরুদ্ধে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জেরার জন্য ইতিমধ্যেই শরদ কাপুরের কাছে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ।

TOP RELATED