Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বিয়ের কার্ডের সঙ্গে বিশেষ উপহার! কৌশাম্বিকে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

বিয়ের কার্ডের সঙ্গে বিশেষ উপহার! কৌশাম্বিকে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

Published on: Published on 2024-04-24 12:06 AM

Share on:

Adrit-Kaushambi Wedding: জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর অনস্ক্রিন ভাইয়ের সঙ্গে প্রেম নিয়ে ভক্তদের রোষের মুখে পড়তে হয়েছিল কৌশাম্বিকে। সহ্য করতে হয়েছিল ট্রোলিং। কিন্তু শুরু থেকেই প্রেমিকাকে আগলেছেন আদৃত। আর এবার সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার পালা। আগামী ৯ মে হাওড়ার এক বিলাসবহুল জায়গায় বসতে চলেছে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের আসর। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে।

কৌশাম্বিকে ঘরে আনতে মুখিয়ে রয়েছে আদৃতের গোটা পরিবার। একমাত্র ছেলের বিয়ে নিয়ে উত্তেজিত নায়কের বাবা-মা। কৌশাম্বির বাড়ির তরফে যে আমন্ত্রণপত্র নির্বাচিত হয়েছে তাতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। লাল রঙের উপর সোনালি রঙা ‘শুভবিবাহ’ খচিত কার্ডটিতে দুজনের বিয়ের নির্ঘন্ট সামনে এসেছে। অন্যদিকে রিসেপশনের কার্ডটি কিন্তু একদম ইউনিক। শুধু তাই নই, কার্ডের সঙ্গে দেওয়া হয়েছে উপহারও। প্রত্যেকটি কার্ডের সঙ্গে পাঠানো হচ্ছে রূপোর গণেশের মূর্তি। বিয়ের সঙ্গে উপহারের ট্রেন্ড বহুদিনের। সম্প্রতি অম্বানিদের বাড়ির অনুষ্ঠানেও আমন্ত্রিতদের পাঠানো হয়েছিল বিশেষ উপহার। সেই ট্রেন্ডে গা ভাসালেন আদৃত নিজেও।
উল্লেখ্য দু-দিন আগেই আদৃতের বাড়িতে নববর্ষের আড্ডায় একজোট হয়েছিল মিঠাই সিরিয়ালের কলাকুশলীরা। সেখানেই নিজের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুলতে দেখা গিয়েছে আদৃতকে। পর্দার ঠাম্মি, পিসিমণিরা হবু বরের সঙ্গে ঠাট্টা করতে ছাড়েননি এইদিন। কৌশাম্বি এদিন বিয়ের কার্ড তুলে দেন পরিবারের সবচেয়ে জেষ্ঠ্য সদস্য ‘দাদাই’-এর হাতে। বর-কনে দুই পক্ষের তরফেই বিয়েতে নিমন্ত্রিত মিঠাই পরিবার। মজা করে এক মহিলা সদস্যাকে বলতে শোনা গেল, ‘কৌশাম্বি যতই আমাদের নেমন্তন্ন করুক আমরা কিন্তু আদৃতের গাড়ি করে যাব।‘ এরপরই আদৃতের কাছে প্রশ্ন উড়ে আসে ঘোড়ায় চড়ে কি বিয়ে করতে যাবেন তিনি? জবাবে মুচকি হেসে অভিনেতা বলেন, ‘Thar’। হ্যাঁ, পছন্দের এসইউভি গাড়ি চড়েই ‘দিলওয়ালে’ আদৃত তাঁর দুলহানিয়াকে আনতে হাওড়া পৌঁছাবেন।
দুই পরিবার, কাছের বন্ধুদের নিয়েই শুভকাজটা সারবেন আদৃত-কৌশাম্বি। এই অনুষ্ঠানে হাজির থাকবেন মোদক পরিবারও। ইতিমধ্যেই আমন্ত্রিতদের কাছে পৌঁছে গিয়েছে কার্ড। এখন লাখ টাকার প্রশ্ন হল, এই বিয়েতে কি আমন্ত্রিত থাকবেন সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই?

TOP RELATED