Last Update
আবার বড়পর্দায় অপরাজিতা-মধুমিতা জুটি?
বড়পর্দায় অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকারের জুটি সত্যিই 'চিনি'র মতোই মিষ্টি। শোনা যাচ্ছে মৈনাক ভৌমিকের পরিচালনায় আবারও এই জুটিকে নিয়ে শুরু হচ্ছে নতুন কাজ। তাহলে কি 'চিনি' এবং 'চিনি ২'র পর এবার 'চিনি ৩'?বড় পর্দায় দুর্দান্ত সাফল্য পেয়েছিল মৈনাক ভৌমিক পরিচালিত অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার অভিনীত মা ও মেয়ের গল্প 'চিনি'।
চিনি ২' তে এই জুটি থাকলেও বদলে যায় সম্পর্কের সমীকরণ। এবার কি তাহলে আসছে 'চিনি ৩'? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি পরিচালক নতুন কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন এবং এই ছবিতেও আছেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এখনই তেমনভাবে কিছু ঠিক হয়নি। যদিও মৈনাক আলোচনার জন্য বলেছিল আমায়, কিন্তু ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত থাকায় সম্ভব হয়নি। তবে কথা যখন হচ্ছে কাজ নিশ্চয়ই হবে।"
এতদিন স্টার জলসার 'জল থৈ থৈ ভালবাসা' নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে এই ধারাবাহিক হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ অভিনেত্রী। তাঁর কথায়, "যে ধারাবাহিকগুলোর টিআরপি ভাল নয়, সেই ধারাবাহিক চলছে অথচ আমাদের ধারাবাহিক স্লট লিডার হওয়া ও টিআরপি ভাল থাকা সত্ত্বেও আমাদের ধারাবাহিক বন্ধ করে দেওয়ার কারণ আমি বুঝতে পারিনি।" তবে নতুন কাজ শুরু হবে শীঘ্রই,সে কথাও অনুরাগীদের জানিয়েছেন অপরাজিতা আঢ্য।
TOP RELATED