Last Update
মদের দাম বাড়ছে রাজ্যে!
সদ্য নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রে। তার পরই রাজ্যে বাড়ছে মদের। সূত্রের খবর, বিয়ার ও বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়াতে চলেছে আবগারি দফতর। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই মূলত দাম বাড়বে মদের।
আবগারি শুল্ক বাড়ানো হবে ন্যূনতম ২০ টাকা। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর।
আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে অনেকটাই দাম বাড়তে চলেছে মদের।
২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে রাজ্য। ১৮ হাজার কোটি টাকা এসেছে মদ থেকেই। সব থেকে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় ও বাড়াতে চায় রাজ্য। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছে আবগারি দফতর। শুধুমাত্র বিয়ার ও বিদেশে প্রস্তুতকারক মদের ওপরই আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত।
TOP RELATED