Last Update
খাস কলকাতায় ২ তরুণীকে হেনস্তা-মারধর!
খাস কলকাতায় ২ তরুণীকে হেনস্তা! প্রতিবাদ করে আক্রান্ত পুরুষ বন্ধু। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে লেকটাউনে। রাতেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। লেকটাউনের হোটেল থেকে ২ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বিষয়টা ঠিক কী? মঙ্গলবার রাতে নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছিলেন ২ তরুণী। সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধু। অভিযোগ, দমদম পার্কের কাছে যেতেই বেশ কয়েকজন দুষ্কৃতী ওই যুবতীদের কটূক্তি করে। প্রতিবাদ করতেই তাঁদের হেনস্থা এবং মারধর করা হয় বলে অভিযোগ। পুরুষ বন্ধু বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এই ঘটনার পরই আক্রান্ত যুবতী ও যুবকের পরিবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের দ্বারস্থ হন। তার পরই স্থানীয় কাউন্সিলর লেকটাউন থানাকে বিষয়টি জানান। রাতেই লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দমদম পার্কের একটি হোটেল থেকে দুজন দুস্কৃতীকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।উল্লেখ্য, দুদিন আগেই লেকটাউনে মহিলাকে কটূক্তির প্রতিবাদ করে স্বামী আক্রান্ত হয়েছিলেন। ওইদিনই বির্সজনকে কেন্দ্র করে লেকটাউন থানার এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকও আক্রান্ত হয়। এর পর আবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
TOP RELATED