Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সানবার্নের সমস্যা? বাড়ি ফিরে ত্বকে ঘষে নিন Aloe Ice

সানবার্নের সমস্যা? বাড়ি ফিরে ত্বকে ঘষে নিন Aloe Ice

Published on: Published on 2024-04-16 11:45 PM

Share on:

Summer Skin Care: গরমকাল মানেই মুখে তেল চিটচিটে ভাব, ঘাম, র‍্যাশ, ব্রণ, ঘামাচি। এছাড়াও ট্যান ও সানবার্নের সমস্যা রয়েছে। ছাতা ছাড়া রোদে বেরোলেই ত্বক জ্বলে যাচ্ছে। বাড়ি ফিরে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিচ্ছেন। তাতে সাময়িক স্বস্তি মিললেও ত্বকের সমস্যা এড়ানো যাচ্ছে না। এই অবস্থায় মুখে ঘষে নিতে পারেন অ্যালোআইস।
ত্বকের উপর সবসময় দুর্দান্ত কাজ করে বরফ। বরফ ত্বকের উপর কুলিং এফেক্ট এনে দেয়। কমায় ত্বকের প্রদাহ ও র‍্যাশের সমস্যা। পাশাপাশি বাড়িয়ে তোলে ত্বকের রক্ত সঞ্চালন। আর এই বরফ যদি অ্যালোভেরা জেল তৈরি হয়, তখন এর গুণ আরও বেড়ে যায়। তাই বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন এই অ্যালোভেরা জেল দিয়ে বরফ, রইল টিপস-
প্রথমে অ্যালোভেরা গাছ থেকে একটি পাতা কেটে নিন। এই পাতা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। এতে অ্যালোভেরার পাতায় থাকা হলুদ পদার্থ বেরিয়ে যাবে। এবার খোসা ছাড়িয়ে জেল বের করে নিন। মিক্সিতে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন। এবার এই জেল বরফের ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। বরফ জমে গেলেই তৈরি হয়ে যাবে অ্যালো আইস। দিনের যে কোনও সময় আপনি মুখে এই অ্যালো আইস ঘষতে পারেন।
ত্বকের উপর অ্যালোভেরা জেলের তৈরি বরফ ঘষলে একাধিক উপকারিতা পাওয়া যায়। অ্যালোভেরা জেলের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সমস্যা কমাতে সহায়ক। অ্যালো আইস ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। এটি ত্বকের উপর ঘষলে চোখের তলার ফোলাভাব কমে যায়। পাশপাশি ডার্ক সার্কেলের হাত থেকেও মুক্তি মেলে।

TOP RELATED