Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ডিভোর্স কেবলই গুঞ্জন!

ডিভোর্স কেবলই গুঞ্জন!

Published on: Published on 2024-12-01 06:23 PM

Share on:

দাম্পত্য কলহ প্রায় মাসখানের ধরেই চর্চার শিরোনামে। নিত্যদিনই কোনও না কোনও ঘটনা সামনে আসছে। এত গুঞ্জন রটলেও, অভিষেক বা ঐশ্বর্য একবারও মুখ খোলেননি। সম্প্রতি ঐশ্বর্যর নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবী ছেঁটে ফেলায়, সেই গুঞ্জনের পালে লেগেছে! ডিভোর্সের জল্পনা যখন তুঙ্গে, তখন তার মাঝেই প্রকাশ্যে এল এক ‘ব্রহ্মাস্ত্র’ ভিডিও। যেখানে জুনিয়র বচ্চন দম্পতিকে দেখা গেল একছাদের তলায়।মেয়ে আরাধ্যার জন্যই একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য। সম্প্রতি আরাধ্যা বচ্চনের ১৩তম জন্মদিনে জুনিয়র বচ্চনের মুখ দেখা যায়নি বলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে। কেন মেয়ের জন্মদিনে উপস্থিত হতে পারলেন না? সেই প্রশ্ন তুলেও অনেকে আক্রমণ করেন অভিষেক বচ্চনকে। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! আরাধ্যার বার্থডে পার্টিতে সশরীরে উপস্থিত ছিলেন বাবা অভিষেকও। মেয়ের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু সেখানে অভিষেককে দেখতে না পেয়েই ডিভোর্সের গুঞ্জন প্রায় সিলমোহর বসিয়ে দিয়েছিল নেটাপাড়া। কিন্তু অভিষেক বচ্চনের উপস্থিতির বিষয়টা ফাঁস করে দেওয়া হল সেই সংস্থার তরফে যাঁরা আরাধ্যার বার্থডে পার্টির আয়োজন করেছিলেন। তাঁদের সোশাল মিডিয়া পেজেই দেখা গেল, ঐশ্বর্য এবং অভিষেক সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে জুনিয়র বচ্চন দম্পতি কিন্তু একফ্রেমে ধরা দেননি। বরং আলাদা আলাদা ভিডিও প্রতিক্রিয়া নেওয়া হয়েছে তাঁদের। তবে সেটা যে সেই একই অনুষ্ঠানের তা বুঝতে আর বাকি রইল না। অতঃপর এটা পরিষ্কার যে, মেয়ে আরাধ্যার জন্মদিন একসঙ্গেই পালন করেছেন ঐশ্বর্য-অভিষেক।ভিডিওতে অভিষেককে বলতে শোনা যায়, “১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার ধন্যবাদ জানান ঐশ্বর্যও। কিন্তু অভিনেত্রীর শেয়ার করা কোনও ছবিতেই দেখা যায়নি তাঁকে। এবার প্রশ্ন, অভিনেত্রী কি ইচ্ছে করেই অভিষেকের সঙ্গে একফ্রেমে ধরা দেননি? সেই উত্তর যদিও অধরা তবে এই দুই ভিডিও দেখে এবার নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘ভালই তো আছেন বচ্চন দম্পতি। তা হলে কেন এই বিচ্ছেদের জল্পনা?’ আবার কারও প্রশ্ন, ‘চারদিকে আপনাদের ডিভোর্সের গুঞ্জন, কত কথা রটছে। কেন নিজেদের অবস্থান স্পষ্ট করছেন না আপনারা?’

TOP RELATED