Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে অনন্ত মহারাজ

 দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে অনন্ত মহারাজ

Published on: Published on 2024-06-29 08:44 AM

Share on:

অমিত শাহর পর এবার নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা সাম্প্রতিক রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত চরিত্র অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পনেরো কথাবার্তা হয়েছে তাঁর। তবে কী বিষয়ে আলোচনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহারাজ। গত সপ্তাহে কোচবিহার গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ি গিয়ে দেখা করেছিলেন। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে কোচবিহার দখলের পর তৃণমূল নেত্রীর এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু তার পরই বিজেপির রাজ্যসভার সাংসদের দিল্লি গিয়ে দফায় দফায় অমিত শাহ ও মোদির সঙ্গে বৈঠকও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
চব্বিশের লোকসভা ভোটে প্রথম উত্তরবঙ্গের গেরুয়া মাটিতে ঘাসফুল ফুটেছে। কোচবিহারের মতো কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে এনেছেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। ফলাফল প্রকাশের পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৮ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  গিয়েছিলেন কোচবিহার। সেদিন সকালেই আবার নিউ জলপাইগুড়ির রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল। তাতে আহতদের দেখতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যান। এর পরের দিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে চকচকায় যান তিনি, একদা পৃথক রাজ্যের দাবিতে সরব হয়ে ওঠা বিজেপি নেতার সঙ্গে দেখা করতে। বিজেপি সাংসদ রাজবংশী উত্তরীয়, পান-সুপুরি দিয়ে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। যদিও উভয়েই তাকে 'সৌজন্য সাক্ষাৎ' বলে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জেরে দলের অন্দরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল অনন্ত মহারাজকে।

TOP RELATED