Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দেবের পা ছুঁয়ে প্রণাম অঙ্কুশের

দেবের পা ছুঁয়ে প্রণাম অঙ্কুশের

Published on: Published on 2024-10-24 07:15 PM

Share on:

দেব এবং অঙ্কুশ। টলিউডের দুই অভিনেতা। একে অপরের সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বী তো বটেই। আবার প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতেও দ্বিধা করেন না। ঠিক যেমন দেবের ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ। সূত্রের খবর, দেবের  ‘খাদান’-এও ক্যামিও চরিত্রে থাকবেন অঙ্কুশ। ঠিক যেন টলিউডের ‘করণ-অর্জুন’! শাহরুখ-সলমনের পথে হেঁটেই একে-অপরের ছবিতে ক্যামিও। আর বুধবার রাতে ‘টেক্কা’র স্ক্রিনিংয়ে অভূতপূর্ব এক দৃশ্যের সাক্ষী থাকল সকলে।প্রেক্ষাগৃহে প্রবেশ করেই ‘অগ্রজ’ দেবের পা ছুঁয়ে প্রণাম করলেন অঙ্কুশ । তিনি বরাবরই টলিউড সুপারস্টারের প্রতি শ্রদ্ধাশীল। যখন যেখানেই দেখা হয়েছে, একেবারে দাদা-ভাইয়ের মতোই একে-অপরের রসায়ন নজর কেড়েছেন। কখনও বা আবার বুকে টেনে নিয়েছেন দুজন দুজনকে। দেব-অঙ্কুশের এহেন রসায়ন দেখে বরাবর অনুরাগীরা ইচ্ছেপ্রকাশ করেছেন,পর্দায় বড় পরিসরে তাঁদের একসঙ্গে দেখার জন্য। চলতি বছর মে মাসে ‘মির্জা’ কোটির ক্লাবে ঢুকতেই দেব-অঙ্কুশকে একফ্রেমে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ভক্তরা। অঙ্কুশ অবশ্য তাতে সায় দিয়েছিলেন বটে! টলিউডের ‘করণ-অর্জুন’ এবার একসঙ্গে পর্দায় কবে ধরা দেন? সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে ‘টেক্কা’র স্ক্রিনিংয়ে দেবের পা ছুঁয়ে অঙ্কুশের প্রণাম করার দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা। যে ভিডিও দেখে অঙ্কুশের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।শুধু তাই নয়, এই ভিডিও দেখেও অনুরাগীদের একটাই প্রশ্ন, কবে দেব-অঙ্কুশকে এক ছবিতে দেখা যাবে? বুধ সন্ধ্যায় ঐন্দ্রিলাকে নিয়ে টেক্কার স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অঙ্কুশ। অভিনেত্রীকেও আলিঙ্গন করে কুশল-মঙ্গল বিনিময় করেন সুপারস্টার। পুজোর মরশুমে পঞ্চমীর দিন রিলিজ করে ‘টেক্কা’। বক্স অফিসে ‘বহুরূপী’ এগিয়ে গেলেও টেক্কাও ব্যবসায় ছক্কা হাঁকাচ্ছে।

TOP RELATED