Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

শিশু পাচার কাণ্ডে সিআইডির জালে নার্সিংহোমের কর্মী

শিশু পাচার কাণ্ডে সিআইডির জালে নার্সিংহোমের কর্মী

Published on: Published on 2024-12-19 07:20 PM

Share on:

শিশু পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হল আরও এক ব‌্যক্তি। তাঁর সঙ্গে চক্রের চাঁইয়ের সরাসরি যোগ রয়েছে বলে খবর। চক্রের বাকিদের খোঁজ পেতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।পুলিশ জানিয়েছে, সৌরভ অধিকারী নামে ওই ব‌্যক্তি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমের কর্মী। বুধবার ধৃত সৌরভকে হাওড়া আদালতে তোলা হয়। ওই ব‌্যক্তির সঙ্গে শিশু পাচার চক্রের অন‌্যতম মাথা গৃহবধূ মুকুল সরকারের যোগ মিলেছে। এদিন নতুন আইনে ফের মুকুল নামে ওই মহিলাকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে।সিআইডির সূত্র জানিয়েছে, নদিয়ার হাঁসখালির বাসিন্দা সৌরভ কয়েক বছর আগে ঠাকুরপুকুরের ওই নার্সিংহোমে কাজ করতে শুরু করে। যাতায়াতের সুবাদে ২০২২ সালে ওই নার্সিংহোমে সৌরভের সঙ্গে মুকুলের পরিচয় হয়। সৌরভকে মুকুলের স্বামী মানিকও চিনত। উল্লেখ‌্য, বিহার থেকে পাচার হওয়া শিশু-সহ শালিমার থেকে সিআইডির হাতে গ্রেপ্তার হয় দম্পতি মানিক ও মুকুল। মুকুলের কাছ থেকে রাজ‌্য পুলিশের সিআইডি আরও কিছু তথ‌্য পেতে চাইছে। তাই ভবানী ভবনে সৌরভ ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা চলছে বলে জানিয়েছে পুলিশ।

TOP RELATED