Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

অর্জুন সিংকে তলব পুলিশের

অর্জুন সিংকে তলব পুলিশের

Published on: Published on 2025-01-07 07:11 PM

Share on:

পুরনো একটি মামলায় ফের বারাকপুরের প্রাক্তন ‘বাহুবলী’ সাংসদ অর্জুন সিংকে তলব করল বারাকপুর পুলিশ কমিশনারেট। বুধবারই তাঁকে গোয়েন্দা দপ্তরে হাজিরা দিতে হবে বলে নির্দেশ নোটিসে। তদন্তে সহযোগিতায় রাজি অর্জুন সিংও। মঙ্গলবার নোটিস পেয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বুধবার কমিশনারেটের গোয়েন্দাদের মুখোমুখি হবেন। তবে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা দিলেন অর্জুন সিং। এদিন তাঁর ছেলে, ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে অন্য একটি মামলায় নোটিস পাঠানো হয়েছে। তাঁকেও হাজিরা দিতে হবে বুধবার।রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছিল অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলায় অর্জুনকে বুধবার বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য,  “২০১৮সালের ঘটনা। বাড়িটি সিসি পেয়েছে। তারপরেও মামলা, ভাবুন! আসলে ভয় পেয়েছে, তাই আমাকেও ভয় দেখাবে ভাবছে। বুধবার বেলা ১২টায় ডেকেছে। যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু, এখনও সিদ্ধান্ত নিইনি।” এর আগেও একাধিকবার ভবানী ভবন ও বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের তরফে প্রাক্তন সংসদ অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের জেরে অর্জুন সিংকে বরাবরই তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। অন্যদিকে, ভাটপাড়ার বিজেপি বিধায়ক অর্জুনপুত্র পবন সিংকেও অন্য মামলায় তলব করা হয়েছে। তাঁকেও বুধবার হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা।  এনিয়ে পবন সিংয়ের অভিযোগ, ”অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশ এসব করছে। হয়তো আমাকেও মিথ্যেভাবে জেলে যেতে হতে পারে। আমি সবদিক থেকে প্রস্তুত। আমি ভবানী ভবনে হাজিরা দেব।” অর্জুন-পবনের বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলছেন, ”ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন, সেইগুলো সব সামনে আসছে। উনি মিথ্যে যুক্তি খাঁড়া করে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তদন্ত কোন পথে যাবে সেটা তদন্তকারীদের দেখার বিষয়।”

TOP RELATED