Last Update
অরুণাচল প্রদেশ ও সিকিমে গেরুয়া শিবিরের জয়জয়কার!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই উত্তর-পূর্বের দুই রাজ্যে গেরুয়া ঝড়। লোকসভা নির্বাচনের সঙ্গে এই দুটি রাজ্যে বিধানসভা ভোট হয়। রবিবার হয় তার গণনা। অরুণাচলে ৪৬টি আসন পেয়েছে বিজেপি। সিকিমেও ৩৩ টির মধ্যে ৩১ টি আসনে এগিয়ে বিজেপি শিবিরের জোট।
অরুণাচলে মোট ৬০টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে ৪৬ টিতেই এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। এ ছাড়া এনপিপি পেয়েছে ৫টি, কংগ্রেস ১টি এবং অন্যরা পেয়েছে ৮টি আসন। অন্যদিকে, সিকিমের ৩২ টি বিধানসভা আসনের মধ্যে, ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম) ৩১টি আসন জিতেছে, আর একটি আসন এসডিএফ-এর খাতায় গেছে।
রবিবার ভোটগণনার প্রবণতা বলছে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বে আবার অরুণাচল প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে গেরুয়া শিবির। অন্য দিকে, পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য সিকিমে ক্ষমতা দখলের লড়াইয়ে অনেক এগিয়ে মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল এসকেএম।
TOP RELATED