Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দিল্লি বিধানসভায় ‘অবনমন’ কেজরির

দিল্লি বিধানসভায় ‘অবনমন’ কেজরির

Published on: Published on 2024-09-26 08:10 PM

Share on:

নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে দিল্লি। তার পরেই বদলে গেল দিল্লি বিধানসভার আসন বিন্যাস। দীর্ঘ ৯ বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অরবিন্দ কেজরিওয়ালের আসন অনেকখানি পিছিয়ে দেওয়া হল। দিল্লি বিধানসভার নাম্বার ওয়ান হলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। বিরোধী দলনেতা-সহ আরও বেশ কয়েকজন বিধায়কের আসন রদবদল করা হয়েছে দিল্লি বিধানসভায়। উল্লেখ্য, গত শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অতিশী।আবগারি দুর্নীতি মামলায় মার্চ মাসে গ্রেপ্তার হন কেজরিওয়াল। তার পর জেল থেকেই মুখ্যমন্ত্রীত্ব সামলেছিলেন আপ সুপ্রিমো। তবে জামিনে মুক্তি পাওয়ার পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ফলে দীর্ঘ ৯ বছরের পুরনো কুর্সিও ছাড়তে হয়েছে কেজরিকে। এতদিন বিধানসভার এক নম্বর আসনটি বরাদ্দ ছিল তাঁর জন্য। এবার থেকে কেজরি বসবেন ৪১ নম্বর আসনে। প্রথম আসনে বসবেন নতুন মুখ্যমন্ত্রী অতিশী। দ্বিতীয় স্থান বরাদ্দ করা হয়েছে মন্ত্রী সৌরভ ভরদ্বাজের জন্য।সদ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া মুকেশ অহল্যাতকে ১৪ নম্বর আসন দেওয়া হয়েছে। আবগারি মামলায় গ্রেপ্তার হওয়া দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বসবেন কেজরির পাশেই, অর্থাৎ ৪০ নম্বর আসনে। ২ নম্বর থেকে ৮ নম্বর আসনে সরিয়ে দেওয়া হয়েছে কৈলাস গেহলটকে। তাৎপর্যপূর্ণভাবে, ৯৪ নম্বর আসন থেকে ১০০ নম্বর আসনে পাঠিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা বিজেন্দর গুপ্তাকে।দিল্লি বিধানসভায় কেজরির আসনে বসলেও মুখ্যমন্ত্রীর দপ্তরে অবশ্য আপ সুপ্রিমোর চেয়ারে বসতে রাজি হননি অতিশী। গত সোমবার দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন অতিশী। আপ নেত্রীর কথায়, “ভরতের মতো আজ আমিও একটা দায়িত্বভার বহন করছি। যেভাবে তিনি রামের পাদুকা সিংহাসনে রেখে রাজ্যশাসন করতেন, আমিও সেভাবেই আগামী চার মাস দিল্লিকে পরিচালনা করব।” অতিশীর বিশ্বাস, মুখ্যমন্ত্রীর কুর্সি কেবলই কেজরিওয়ালের।

TOP RELATED