Last Update
ভোটের আগের রাতে বিজেপি কর্মীর বাড়িতে 'হামলা', উত্তপ্ত পায়রাডাঙা
ভোটের আগের রাতে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দে-র বাড়িতে ভাঙচুরের অভিযোগ। পরিবারের দাবি, গভীর রাতে ৩০-৩৫ জন দুষ্কৃতী চড়াও হয়। সিসিটিভি ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তিনি।
ভোটের শুরুতেই বিপত্তি। মানিকতলা কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে মক পোলিংয়ের সময় ইভিএম লক হয়ে যায়। ফলে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।
কড়া নিরাপত্তায় চার বিধানসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ।
TOP RELATED