Last Update
উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল । রাজ্যে প্রথম হয়েছেন অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। অভীক আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র। আলিপুরদুয়ারের এই ছাত্রের সাফল্যে পরিবারে কার্যত খুশির হাওয়া।
তাঁর বাবা মা বলেন, 'ও সারাদিন পড়াশোনা করত। খুব পরিশ্রমী।' ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে সমস্তভাবে সাহায্য করবে বলে জানান পরিবার। অভীক দাস বলেন, 'ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।' তাঁর কথায়, 'ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি। পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল। আমি অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে।' মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছিলেন অভীক।
উল্লেখ্য, এইবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৫ হাজার ৩২৫ জন।
TOP RELATED