Last Update
বাংলাদেশে প্রধানমন্ত্রীর কুর্সিতে সলিমুল্লাহ খান?
প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সে দেশে অন্তর্বর্তী সরকারে কারা কারা থাকছেন, তা নিয়ে উঠে আসে বেশ কিছু সম্ভাব্য নাম। তাঁদের মধ্যে নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য ড. সলিমুল্লাহ খানের নাম।
কানাঘুষো, আওয়ামি লীগ সরকারের তীব্র বিরোধী হিসাবে পরিচিত অধ্যাপক আসিফ নজরুলকে দেখা যেতে পারে তাঁর ডেপুটি হিসাবে।
তৈরি সম্ভাব্য মন্ত্রিসভাও। কিন্তু কে এই সলিমুল্লাহ?
অধ্যাপক, বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক এবং তাত্ত্বিক হিসাবে পরিচিত ডা. সলিমুল্লাহ। তাঁর বিভিন্ন ভাষণে বারবার ফুটে উঠছে ভারত বিদ্বেষী রূপ। বরংবার তিনি রবীন্দ্রনাথ এবং ভারত সরকারের বিরুদ্ধে সমালোচনা করে গিয়েছেন। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের তীব্র বিরোধিতা করেছিলেন বলে জামাত শিবির যে মিথ্যা প্রচার চালিয়ে আসছে, প্রকারন্তরে সেই প্রচারে হাওয়া দিয়ে এসেছেন সলিমুল্লাহ।
জামাতরা কবিগুরুর লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসাবে মানতে নারাজ। তারা বরাবরই তীব্র রবীন্দ্র বিরোধী। একবার সলিমুল্লাহ তাঁর ভাষণে বলেছিলেন,”আমরা এত রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করি কেন? কারণ আমরা অতটা শক্তিশালী সাহিত্য রচনা করতে পারিনি। এটা সত্যি কথা। যেদিন আমরা রবীন্দ্রনাথকে চিবাইয়া থুথাইয়া ফেলায়া দিতে পারুম, সেই দিন বুঝবেন আমরা বাংলা সাহিত্যে শক্তিশালী হইছি।”
TOP RELATED