Last Update
বাংলাদেশে নোট বাতিলের আশঙ্কা? কমল টাকার দাম
সেনার অধীনেও নৈরাজ্য বহাল বাংলাদেশে। হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি, হিংসার ক্ষত পদ্মাপারে। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন। এরই মধ্যে এবার বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা।
জানা গিয়েছে, গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ শুরু করে দিয়েছে।
চাপের মুখে ইস্তফা দিয়েছেন গভর্নর-সহ উচ্চপদস্থ কর্তাদের। সেনার নিরাপত্তায় কোনওক্রমে ব্যাঙ্ক ছাড়েন পদত্যাগী কর্তারা।
এদিকে, বাংলাদেশী নোটের ওপর মুজিবুর রহমানের ছবি। এই নোট বাতিল হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা। সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্যও।
গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে, ভারতীয় মুদ্রা ১ টাকায় (রুপি) বাংলাদেশী মুদ্রা ১.৪০ টাকা হচ্ছে। অর্থাৎ, ভারতের ১০০ টাকা নিয়ে বাংলাদেশী মুদ্রা নিতে চান তাহলে প্রায় ১৪০ বাংলাদেশি টাকা পাবেন। বাংলাদেশে অস্থিরতার আগে পেট্রাপোল সীমান্তে বাংলাদেশী ১০০ টাকার পরিবর্তে ভারতীয় মুদ্রায় মানি এক্সচেঞ্জে ৭১ টাকা দেওয়া হত। তবে এবার বাংলাদেশী ১০০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ভারতের ৬৫ টাকা। প্রতি বাংলাদেশী ১০০ টাকায় ভারতীয় মুদ্রার হিসেব অনুযায়ী ৬ টাকা করে কম পাওয়া যাচ্ছে।
এদিকে, অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম। নোবেল শান্তি জয়ী ইউনুস কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন? তাকিয়ে গোটা বিশ্ব। গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। সন্ধেয় ঢাকায় বিএনপি-র সমাবেশে যোগ দেবেন খালেদা-পুত্র। ১৩ বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের তালা খুলল জামাত।
TOP RELATED