Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আসছে দানা, নদীবাঁধ নিয়ে চিন্তায় বসিরহাট

আসছে দানা, নদীবাঁধ নিয়ে চিন্তায় বসিরহাট

Published on: Published on 2024-10-24 07:27 PM

Share on:

ফের ঘূর্ণিঝড়ের আতঙ্কে ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। বাঁধের চিন্তায় তাঁরা। কোথাও দরমার বেড়া দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। আবার কোথাও ক্ষতিগ্রস্ত বাঁধের উপর পলিথিন দিয়ে বাঁধে ধস রোখার চেষ্টা চলছে।বুধবার সকাল থেকে সুন্দরবন লাগোয়া এলাকা হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ, মিনাখাঁ, বসিরহাটের ব্লকগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। এলাকায় নজরদারি চালাচ্ছে প্রশাসনের লোকজন। ত্রাণ শিবিরে খাবার মজুত রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও আছেন। খোলা হয়েছে কন্ট্রোল রুম।এর আগে আয়লা, ইয়াস, উম্পুন, বুলবুল, ফণীর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকার বাঁধগুলি। একের পর এক ঘূর্ণিঝড় ঘর-রোজগার কেড়েছিল মানুষের। সেই ক্ষত এখনও ভুলতে পারেনি এই এলাকার লোকজন। এ দিন সকাল থেকেই এলাকার লোকজন দানা কোথায়, কখন তার ল্যান্ডফল হচ্ছে— সে বিষয়ে নজর রেখেছেন। এই এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী, ইছামতী, কালিন্দী, রায়মঙ্গল, কলাগাছি, ডাঁসা-সহ একাধিক নদী। সদ্য বর্ষা ও নিম্নচাপের প্রভাবে সেই নদীগুলি ফুঁসছে।সন্দেশখালির আতাপুর, তালতলারঘাট, মণিপুর, ভাঙা তুষখালি, ধামাখালি, হিঙ্গলগঞ্জের সর্দারপাড়া, যোগেশগঞ্জ, গোপালেরঘাট, সাহেবখালি, দুলদুল, হাসনাবাদের ট্যাংরামারি, বিশপুর, বাঁশতলি, বসিরহাটের আখারপুর, বাগুণ্ডি এলাকার বাঁধের অবস্থা খারাপ। তার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চিন্তায় মানুষজন।
প্রশাসন সূত্রের খবর, সেচ দপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধের উপর মাটি দেওয়ার কাজ চলছে। বুধবার সকাল থেকে বসিরহাট মহকুমার ধামাখালি, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদে বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন মাইকে প্রচার করছেন। নদীর গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ দপ্তর, সেচ ও স্বাস্থ্য দপ্তরকে কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও বসিরহাটে প্রস্তুত রাখা হয়েছে।বসিরহাটের মহকুমাশাসক আশিস কুমার বলেন, ‘পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ব্লকে রাখা আছে। প্রয়োজন হলে ত্রিপল, খাবার পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। গবাদি পশুদের খাবারও মজুত আছে। মহকুমার বহুমুখী সাইক্লোন সেল্টার-সহ ত্রাণ শিবিরগুলিকে পরিষ্কার করে বাসযোগ্য করে রাখা হয়েছে। প্রয়োজনে সেখানে নিচু এলাকার মানুষকে এনে রাখা হবে।’

TOP RELATED