Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের গ্রেফতার দুই অভিযুক্ত

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের গ্রেফতার দুই অভিযুক্ত

Published on: Published on 2024-04-12 10:01 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রামেশ্বরম কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। বাংলায় এসে তারা গা–ঢাকা দিয়েছিল। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল এই দু’‌জন। অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। অভিযুক্ত এই দু’‌জন কলকাতা সংলগ্ন কাঁথি এলাকাতেই লুকিয়ে ছিল। আজ, শুক্রবার তাদের গ্রেফতার করে এনআইএ। দীর্ঘদিন ধরে এনআইএ এই দু’‌জনকে খুঁজে বেড়াচ্ছিল। আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। একজন এই আইইডি রেখে এসেছিল। অপর ব্যক্তি গোটা বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল।

চেন্নাই থেকে কলকাতা, এগরা, কাঁথি, নিউ দিঘা, একাধিকবার ডেরা বদল করে ধৃত দুই জঙ্গি। পরিচয় গোপন রেখে নানা হোটেলে ডেরা। কিন্তু এত ভোলবদলের পরেও হল না শেষরক্ষা। আজ, শুক্রবার তাদের গ্রেফতার করে এনআইএ। দীর্ঘদিন ধরে এনআইএ এই দু’‌জনকে খুঁজে বেড়াচ্ছিল। শেষমেশ NIA-র জালে ধরা পড়ল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের ২ মাস্টারমাইন্ড। এনআইএ সূত্রে খবর, নিউ দিঘার হোটেল থেকে গ্রেপ্তারির পর শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় তাদের। দুজনকে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানায় NIA। ধৃত আবদুস মাথিন ত্বহাই বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী ও তার শাগরেদ ধৃত অপর জঙ্গি মুসাভির হুসেন শাহজেব।

গোটা বিস্ফোরণটি ঘটানো হয়েছিল পরিকল্পনা করে। মাথিন ত্বহাই বিস্ফোরক জোগাড় করেছিল। যে সময়ে ক্যাফেতে আসাযাওয়ার সম্ভাবনা বেশি, সেই সময়েই বিস্ফোরণের ছক কষেছিল। সে কারণে ক্যাফের বাসন যেখাতে রাখা হত, সেখানেই বিস্ফোরক রেখেছিল ত্বহা। পরিকল্পনা অনুযায়ী ফলও মেলে। বিস্ফোরণে কারও প্রাণহানি হয়নি। তবে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। এই ঘটনার তদন্তে নেমে ওই ক্যাফের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা।সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায়, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসে সেখানে রাখে। মুখে মাস্ক পরা অবস্থায় ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যাওয়ার সময় টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। ঠিক তার ১০ মিনিটের মাথায় ক্যাফেতে বিস্ফোরণ হয়।

এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আবদুস মাথিন ত্বহা এবং মুসাভির হুসেন শাহজেবকে শনাক্ত করা হয়। এর পর তাদের কললিস্ট খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ এবং কললিস্টের সূত্র ধরে তদন্তকারীরা বাংলা কানেকশন পান। সেই অনুযায়ী তাদের রুটম্যাপ ট্র্যাক করে এনআইএ হানা দেয় নিউ দিঘায়।অবশেষে রাজ্য পুলিশের সহযোগিতায় NIA ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। ধৃত আবদুস মাথিন ত্বহা অবশ্য ২০১৯ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছে। এনআইএ-র অন্তত ৩টি মামলায় নাম রয়েছে তার। NIA সূত্রে খবর, জাল পরিচয়পত্র ব্যবহার করে লুকিয়ে ছিল দুজনে। তবে এত প্ল্যানের পরেও হলো না শেষরক্ষা।

TOP RELATED