Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রোহিতের সঙ্গে ঝগড়ার জেরেই দলে ‘ব্রাত্য’ শামি!

রোহিতের সঙ্গে ঝগড়ার জেরেই দলে ‘ব্রাত্য’ শামি!

Published on: Published on 2024-12-09 08:35 PM

Share on:

চোট সারিয়ে তিনি পুরোপুরি ফিট। নিজে সবুজ সংকেত দিলেই বর্ডার গাভাসকর ট্রফিতে দলে যোগ দিতে পারবেন মহম্মদ শামি। ভারতীয় পেসারের শিবিরে প্রত্যাবর্তন নিয়ে এমন খবরই পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার যে তথ্য সামনে এল, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, রোহিত শর্মার সঙ্গে নাকি ঝগড়া শামি ! সেই কারণেই কি দলে ব্রাত্য? উঠছে প্রশ্ন।বিষয়টা ঠিক কী? একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের খবর অনুযায়ী, ফিটনেস নিয়ে দুই তারকা একেবারে উলটো কথা বলছেন। শামি জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ ফিট। মাঠে নামতে প্রস্তুত। কিন্তু দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তিনি বলে দেন, শামি ১০০ শতাংশ ফিট নন। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে দলে রাখার ঝুঁকি নেওয়া যাবে না। রোহিতের এই মন্তব্যে বেশ বিরক্তই হয়েছিলেন শামি। বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় রোহিতের সঙ্গে দেখাও করেন তিনি। সেখানেই নাকি দুই তারকার মধ্যে কথা কাটাকাটি হয়। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফিট থাকা সত্ত্বেও ভারত অধিনায়কের ‘আপত্তি’তেই দলে ফেরা হচ্ছে না বাংলার পেসারের?পারথ টেস্টে দাপটের সঙ্গে জিতলেও অ্যাডিলেডে কামিন্সদের সামনে মুখ থুবড়ে পড়ে রোহিত অ্যান্ড কোং। গোলাপি বলের অ্যাসিড টেস্টে ১০ উইকেটে পরাস্ত হয় দল। এবার কি শামিকে ফেরানো হবে দলে? এই প্রশ্ন ধেয়ে আসে রোহিতের দিকে। যাতে রোহিত জানান, শামির জন্য দলের দরজা খোলা। কিন্তু টিম ম্যানেজমেন্ট পেসারকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না। শুধু তাই নয়, চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও শামির পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হিটম্যান। বলেন, “ওর (শামি) বিষয়ে আমরা ১০০ শতাংশেরও বেশি নিশ্চিত হতে চাই। কারণ অনেকদিন ও দলে নেই। ওকে চাপে ফেলতে চাই না। কতটা চাপ নিয়ে খেলতে পারছে, সেসব দেখেই ওর ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” অর্থাৎ বর্ডার গাভাসকর ট্রফিতে শামির দলে ফেরা যে এখনও বিষ বাঁও জলে, তা বলে দেওয়াই যায়।

TOP RELATED