Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

যাত্রীদের সুখবর এবার এই স্টেশনে স্টপেজ দেবে একটি লোকাল ট্রেন

যাত্রীদের সুখবর এবার এই স্টেশনে স্টপেজ দেবে একটি লোকাল ট্রেন

Published on: Published on 2024-08-18 11:29 AM

Share on:

অফিস যাত্রী হোক অথবা নিত্যযাত্রী, প্রত্যেকের কাছেই লোকাল ট্রেন  অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ওই সকল যাত্রীরা লোকাল ট্রেনের উপর ভর করে প্রতিদিন যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী ও নিত্যযাত্রীদের যাতায়াতের কারণে প্রতিদিনই চরম চাপ থাকে।


আর এবার এই চাপের কথা মাথায় রেখে পূর্ব রেল একটি স্টেশনে একটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল।


দিন কয়েক আগেই একই প্লাটফর্মে তিনটি ট্রেনের ঘোষণা হওয়া নিয়ে চরম বিভ্রান্তি ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে। যে স্টেশনে এমন বিভ্রান্তি ছড়িয়েছিল সেই স্টেশনের যাত্রীদের জন্যই এবার সুখবর দিয়েছে পূর্ব রেল। আশা করি কোন স্টেশনের কথা বলা হচ্ছে তা অনেকেই টের করতে পারছেন। ঠিকই ধরেছেন, যে স্টেশনটির কথা বলা হচ্ছে সেটি হল বিধাননগর রোড স্টেশন।


বিধাননগর রোড স্টেশনে প্রতিদিনই প্রচুর সংখ্যক নিত্যযাত্রীদের অধীর আগ্রহে থাকতে দেখা যায় অফিস অথবা অন্য কোন কাজকর্ম ছেড়ে বাড়ি ফেরার জন্য। এমন আগ্রহ দেখেই পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা ওই স্টেশন থেকে কল্যাণী শাখায় প্রচুর যাত্রী থাকেন যারা সন্ধ্যার দিকে বাড়ি ফেরার অপেক্ষায় থাকেন।



পূর্ব রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩১৩৩৭ আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির স্টপেজ এবার বিধান নগর রোড স্টেশনে দেওয়া হবে। এই ট্রেনটির স্টপেজ আগে ছিল না। অথচ ট্রেনটির যে সময় রয়েছে সেই সময় প্রচুর যাত্রীদের বিধান নগর রোড স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। যাত্রী চাহিদা এবং পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


৩১৩৩৭ আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে সন্ধ্যা ৭:১০ মিনিটে কল্যাণী সীমান্তের উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনটি ৭:১৭ মিনিটে বিধান নগর রোড স্টেশনে এসে পৌঁছায়। এবার ওই ট্রেনটি হাফ মিনিটের জন্য বিধান নগর রোড স্টেশনে স্টপেজ দেবে। রেলের তরফ থেকে ইতিমধ্যেই ওই ট্রেনটির স্টপেজ যাওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে বহু যাত্রী রয়েছেন যারা উপকৃত হবেন, কেননা তাদের আর শিয়ালদা অথবা নিকটবর্তী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে না।

TOP RELATED