Last Update
বড় খবর! আরজি কর কাণ্ডে মামলায় ফাঁসতে চলেছেন মমতা?
বিরাট খবর! এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। এদিকে, ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের পর প্রবল সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও তুলেছেন অনেকে। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে।
গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন, 'কেউ কেউ ভাবছেন, এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না না, উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তর প্রদেশও থেকে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, ওড়িশাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না'।
বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। 'বাংলা জ্বললে বিহার, অসম, ঝাড়খণ্ড, দিল্লি, ওড়িশা জ্বলবে', গতকাল মমতা এমন একটি মন্তব্য করেন বলে অভিযোগ। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিনীত ।
TOP RELATED