Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নীল ষষ্ঠীর দিনে প্রচারে শিব ভক্তদের নাচে তাল মেলালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

নীল ষষ্ঠীর দিনে প্রচারে শিব ভক্তদের নাচে তাল মেলালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

Published on: Published on 2024-04-12 06:56 PM

Share on:

মেদিনীপুর: শুক্রবার খড়গপুর শহরে অভিনব প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় নীল ষষ্ঠীর দিনে শিব ভক্তদের সঙ্গে নাচে তাল মেলালেন বিজেপি প্রার্থী।পাশাপাশি এক কর্মীর বাইকে বসে খড়গপুর শহর ঘোরেন।


লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর মরিয়া হয়ে সব জায়গায় প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। পৌঁছে গেছে বিভিন্ন প্রান্তিক এলাকায়। মেতে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে ধর্মীয় আচার পালনে এবং জনসংযোগে। তাই আন্দামান থেকে প্রচার শেষ করে নিজের লোকসভা কেন্দ্র খড়্গপুরে অভিনবত্ব প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে।

শুক্রবার নীল ষষ্ঠীতে মাতোয়ারা রাজ্যজুড়ে শিব ভক্তরা। মেদিনীপুর সদরের পাঁচখুরি সংলগ্ন শিবমন্দিরে গাজন উৎসব উপলক্ষে ভক্তদের সঙ্গে উৎসবে মাতলেন অগ্নিমিত্রা। পাশাপাশি, গাজন উপলক্ষে ব্রত রাখা সাধারণ ব্রতীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়াও খড়গপুর গ্রামীণ এলাকায় একটি শিবের মন্দিরে পুজো দেন তিনি। শুধু তাই নয়, পাশাপাশি এক কর্মীর বাইকে বসে খড়গপুর শহরে ঘোরেন তিনি। বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের স্টাইলেই প্রচার করছেন অগ্নিমিত্রা।

লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। প্রার্থী ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন। এক কর্মীর বাইকে বসে ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এ ছাড়াও পথ চলতি মানুষদের কাছে শোনেন তাঁদের নানা অভাব অভিযোগের কথা। নির্বাচনের দিন যত কাছে আসছে স্বাভাবিকভাবেই প্রচারে মরিয়া হয়ে উঠছে সব রাজনৈতিক দল। বিজেপির পাশাপাশি দিনভর প্রচার চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও। তবে সময়ই বলবে শেষ হাসি কে হাসবে।

TOP RELATED