Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মমতার বিরুদ্ধে FIR করতে চান অগ্নিমিত্রা! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ‘ধমক’!

মমতার বিরুদ্ধে FIR করতে চান অগ্নিমিত্রা! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ‘ধমক’!

Published on: Published on 2024-04-17 09:58 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর জানাতে গিয়ে অশান্তি মুখে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। এফআইআর নিতে অস্বীকার করলে কোতয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন অগ্নিমিত্রা। বলেন, ‘আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। আমি অভিযোগ করছি। আপনি বাধ্য আমার অভিযোগ নিতে’। পরে থানার সামনেই পথ অবরোধ করে রাস্তার কোতয়ালি থানার গেটে তালাও ঝুলিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।


উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। লোকসভা ভোটে এবার সেই বিধায়ককেই মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়াশিবির। বিপক্ষে তৃণমূলের জুন মালিয়া।

অগ্নিমিত্রার অভিযোগ, রামনবমী নিয়ে কোচবিহারের প্রকাশ্য সভায় নেতিবাচক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য গ্রহণীয় নয়। এই অভিযোগ এনে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে মেদিনীপুরের কোতোয়ালি থানায় যান বিজেপি প্রার্থী এবং কর্মীরা। কিন্তু থানার আইসি না থাকায় ডিউটি অফিসার এফআইআর নিতে রাজি হননি। যা র ফলস্বরূপ রীতিমতো ধমকের সুরেই অগ্নিমিত্রা বলেন, ‘আপনি আপনার কাজ করুন। FIR-টা নিন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। আমি অভিযোগ করছি। আপনি বাধ্য আমার অভিযোগ নিতে। দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে অভিযোগ দিচ্ছে, অভিযোগ নিচ্ছে না এই পুলিস অফিসার’। এরপর থানা থেকে বেরিয়ে যান ও থানার গেট বন্ধ করে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী এবং কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পিনাকী দত্ত-সহ দুই ডেপুটি পুলিশ সুপার। কোতয়ালি থানার আইসি অমিত সিনহা মহাপাত্র দুর্ব‌্যবহারের অভিযোগ তোলেন। আরও একবার অগ্নিমিত্রা পাল ডিউটি অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অগ্নিমিত্রার অভিযোগ, “পুলিশ দলদাসের মতো আচরণ করছে। বলা হচ্ছে যেখানকার ঘটনা সেখানে এফআইআর করতে হবে। দীর্ঘক্ষণ অভিযোগপত্র গ্রহণ করা হয়নি।” এরপর অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে কোতয়ালি থানা। তারপরই থানার গেটে লাগানো তালা খোলা হয়। স্বাভাবিক হয় পরিস্থিতি।

TOP RELATED