এক্সপ্রেস কলকাতা ডেস্ক: বাংলার ৪২টি লোকসভা কেন্দ্র। ২০২৪-এর ভোটে ৪২টির মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ কেন্দ্র হল বীরভূম। অনুব্রত মণ্ডল-হীন বীরভূমে তৃণমূল এবার তাঁদের মাটি ধরে রাখতে পারে কি না তা যেমন একদিকে সকলের নজরে। অন্যদিকে বিজেপি কোনও নতুন মোড় দিতে পারে কি না সেদিকেও নজর সকলের। এরইমধ্যে বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী দিল বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্যের নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। প্রশ্ন উঠছে, কোনও আগাম আভাস পেয়ে কি এক কেন্দ্রে দুই প্রার্থীর মনোনয়ন জমা করল বিজেপি?
উল্লেখ্য, বীরভূম লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপির প্রার্থী হিসাবে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এরইমধ্যে বৃহস্পতিবার বীরভূম জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে দেখা গেল বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্যকে। রাজ্যের আর কোনও কেন্দ্রে বিজেপি বিকল্প প্রার্থী না দিলেও বীরভূম কেন্দ্রে দিল কেন। সে প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “এখনও সারা রাজ্যের সর্বত্র মনোনয়ন জমা দেওয়া শেষ হয়নি। তাছাড়া এক এক কেন্দ্রের এক-এক রকম রণকৌশল থাকে। এটা তারই অঙ্গ। এটা অন্যরকম খেলা।” তবে প্রার্থী করার ব্যাপারে কেন্দ্রীয় কমিটির ছাড়পত্র পেয়েই দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
প্রসঙ্গত, দেবতনুকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। দেবতনু বলেন, “বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিলাম। এটা দলের সিদ্ধান্ত, আমরা দলের সৈনিক। দল যেমন বলেছে, তেমনই করেছি। দল বললে প্রচারেও নামব। দল বলেছে, বীরভূম থেকে আমাকে নমিনেশন ফাইল করতে হবে, আমি করে দিয়েছি।”