Last Update
নদীয়ায় মতুয়া গড়ে জনসভায় জে পি নাড্ডা! বক্তব্যে শোনা গেলোনা CAA সহ মতুয়াদের নিয়ে কোন কথাই।
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: দেশজুড়ে লোকসভা নির্বাচনের, দুই দফার নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে, আর নদীয়ার দুটি কেন্দ্রে রয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। আর যত নির্বাচনের দিন এগিয়ে আসে ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের পচার অভিযান কর্মসূচি। আর বিভিন্ন জায়গায় চলছে জনসভারও আয়োজন।
আর রবিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নদীয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা এলাকার বগুলা আইটিআই কলেজ মাঠে আয়োজিত হয় নির্বাচনী জনসভা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার, সহ জেলা সভাপতি ও একাধিক বিধায়ক ও নেতৃত্ব।
প্রায় আধঘন্টা সময় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি, আর সেখানেই রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
পাশাপাশি সারাদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন সেটাও তুলে ধরেন।
তিনি বলেন দেশের ভবিষ্যৎ বদলে গেছে, শুধুই সারা দেশে বিকাশ হয়েছে। বদলে গেছে দেশের সংস্কৃতি, আর সবথেকে বড় ভূমিকা রাজনীতির প্রেক্ষাপটও পাল্টে গেছে। সবকা সাথ সবকা বিকাশ, গোটা দেশে এই মন্ত্রে চলছে উন্নয়ন।
জে পি নাড্ডার এদিনের এই কর্মসূচীকে ঘিরে বগুলা আইটিআই কলেজ মাঠ চত্বর পুলিশ প্রশাসন ও সিআরপিএফ জওয়ানদের কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়।
অন্যদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায় অধ্যুষিত, এমনকি যে এলাকায় এদিনের সভা অনুষ্ঠিত হয় সেই এলাকাটাও প্রায় মতুয়া অধ্যুষিত,এই কেন্দ্রে মতুয়া গড় থাকা সত্ত্বেও মতুয়াদের নিয়ে কোন ব্যাখ্যা করেননি জেপি নাড্ডা। বলেনন নি বিতর্কিত CAA নিয়েও।
সেখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি সিএএ লাগু হওয়ার পরে অনেকটাই নির্বাচনী ভোট বাক্সে প্রভাব পড়তে পারে বিজেপির। আর তার কারণেই মতয়াদের এড়িয়ে গেলেন যে জেপি নাড্ডা।
তবে কাকফাটা রোদ আর ৪৫° তাপমাত্রাকে উপেক্ষা করেই এদিনের এই সভায় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
TOP RELATED