Last Update
হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবাণী
হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবাণী। বুধবার রাত থেকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।গত বুধবার রাতেও আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ নেতা। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানে জেরিয়াট্রিকস বিভাগে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা প্রাথমিকভাবে বলতে পারেননি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শরীরে ঠিক কী ধরনের সমস্যা ছিল। তবে পরের দিন তাঁর অবস্থার উন্নতি ঘটে। ৯৬ বছর বয়সি নেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সপ্তাহ ঘুরতেই গতকাল, বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন আডবাণী। রাত নটা নাগাদ তাঁকে ভর্তি করানো হয় অ্যাপলো হাসপাতালে। ড. বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু ঠিক কী ধরনের অসুস্থতায় ভুগছেন তিনি, তা হাসপাতাল সূত্রে জানানো হয়নি।
TOP RELATED