Last Update
আদালতের নির্দেশকে অমান্য করে হাওড়ায় রামনবমীর বিজেপির মিছিলে অস্ত্রপ্রদর্শন!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: শর্ত সাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করেই হাওড়ায় রামনবমীর বিজেপির মিছিলে দেখা গেল অস্ত্রপ্রদর্শন। মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক।
গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত। সেই ঘটনার জেরেই এবছর রামনবমীর মিছিলের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে মিছিলে অনুমতি দেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, মিছিলে অস্ত্র নেওয়া যাবে না, কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। ২০০-র বেশি লোক থাকবে না মিছিলে, উচ্চ শব্দমাত্রার বক্স বাজানো যাবে না। পরিস্থিতি বুঝে প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে।
হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে বিশেষ নিরাপত্তাও নিয়েছিল প্রশাসন। হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ কর্তারা কয়েক দফা বৈঠকও করেন। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে বিশেষ বাহিনী। কিন্তু হাওড়ায় বুধবার দেখা গেল অন্য ছবি। এদিন মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটি মিছিল করা হয়। তাতে ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। সেই মিছিলেই ধরা পড়ে তলোয়ার হাতে মিছিল করা হয়। রীতিমতো অস্ত্র উঁচিয়েই মিছিলে হাঁটতে দেখা যায়।
এপ্রসঙ্গে রথীন চক্রবর্তী বলেন, ‘হিন্দু দেবী দুর্গার হাতেও অস্ত্র আছে, তাঁকেও পুজো করা হয়। রামনবমীতেও অস্ত্র পুজো করা হয়। এই অস্ত্র শান্তির জন্য। কোন অসৎ উদ্দেশ্য নয়।’ এদিন বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, ‘রাষ্ট্রদ্রোহী শক্তি রামনবমী দিবসকে দাঙ্গা দিবস হিসেবে চিহ্নিত করতে চাইছে। কিন্তু ভারতীয় ধর্ম একইভাবে চিরদিন বেঁচে থাকবে।’
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রচার সভা থেকে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ‘উনিশ তারিখ ভোট বলে, সতেরো তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।’ যদিও রামনবমীর সকালে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। উল্লেখ্য এদিন বিজেপির পাশাপাশি তৃণমূলের প্রার্থীদেরও দেখা যায় বিভিন্ন কেন্দ্রে রামনবমী পালন করতে। দেবের গলাতেও শোনা যায়, জয় শ্রী রাম স্লোগান।
TOP RELATED