Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে 'সাময়িক বরখাস্ত'-এর সিদ্ধান্ত

ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে 'সাময়িক বরখাস্ত'-এর সিদ্ধান্ত

Published on: Published on 2024-06-19 12:38 PM

Share on:

তাঁকে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, লোকসভা ভোটের ফলাফল বলছে, ডায়মন্ড হারবারে কার্যত ভরাডুবি হয়েছিল অভিজিৎ দাস (ববি)-র। এবার সেই ববিকেই 'সাময়িকভাবে বরখাস্ত' করল বিজেপি।

মঙ্গলবার বিজেপির 'তথ্য সন্ধানীদল' ডায়মন্ড হারবারে যায়। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। ঘটনায় কার্যত অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পীরতলা এলাকায় 'তথ্য সন্ধানীদল'-এর আহ্বায়ক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় দলের একাংশ। যদিও বিপ্লব দেব গাড়ি থেকে নামেননি বলে দাবি। বিক্ষোভকারীরা ‘ববি ঘনিষ্ঠ’ বলে দাবি ওঠে। ঘটনায় বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’-এর অভিযোগ উঠেছিল। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ সর্দার অবশ্য গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছিলেন। এই গোটা ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে।

এরপরেই ববির বিরুদ্ধে এই পদক্ষেপ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবারের ববির বিরুদ্ধে এই পদক্ষেপের কারণ হিসেবে বিজেপির তরফে উল্লেখ করা হয়েছে কারণ। যেখানে জানানো হয়েছে, মঙ্গলবারের একটি 'গুরুত্বপূর্ণ বৈঠক'-এ উপস্থিত হননি তিনি। এছাড়াও তথাকথিত 'ভোট পরবর্তী হামলা'-য় ‘আক্রান্ত’-দের বৈঠকে যেতে না দেওয়ার অভিযোগও উঠেছে ববির বিরুদ্ধে।


কর্মীদের দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও, অনৈতিক মন্তব্য, বিজেপির ডায়মন্ড হারবার জেলা কার্যালয় দফতরের মধ্যে ঘটিত বিশৃঙ্খলার মতো অপ্রীতিকর ঘটনার জন্য দলীয় কর্মীদের ইন্ধনের অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

নিজের বক্তব্য জানানোর জন্য তাঁকে সাতদিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে চিঠি দিয়ে নিজে বক্তব্য দলের সামনে জানাতে হবে তাঁকে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে এই সময় ডিজিটাল-এর তরফে ফোনে একাধিকবার অভিজিৎ দাস (ববি)-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, তা সফল হয়নি।

জেলা রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায়, জেলা সভাপতি এবং ববির মধ্যেকার সম্পর্ক সমীকরণ প্রসঙ্গে। এদিকে অভিজিতের বিরুদ্ধে এই পদক্ষেপ প্রসঙ্গে ডায়মন্ড হারাবর সাংগঠনিক জেলার বিজেপি সভপতি অভিজিৎ সর্দার বলেন, 'দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। কেউ দলের উর্ধ্বে নয়।'

উল্লেখ্য, রাজ্যের ৪২টি আসনের মধ্যে সবথেকে শেষে ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছিল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি কর্মী অভিজিৎ দাসকে প্রার্থী করে গেরুয়া শিবির। কিন্তু, ভোটের ফলাফল বলছে, সেভাবে কোনও প্রভাবই তিনি বিস্তার করতে পারেননি। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TOP RELATED