Last Update
অভিজিতের লোকসভা কেন্দ্রে সমবায়ের সবক'টি আসনে হারের পরও 'নৈতিক জয়' দেখছে বিজেপি!
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে এবারের ভোটে লিড পেয়েছিল বিজেপি। তবে রবিবার ওই এলাকার একটি সমবায়ের নির্বাচনে মোট ৮টি আসনের সবকটিতেই পরাজিত হয়েছেন পদ্মপ্রার্থীরা।
নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট ভোটার ৩৬৭ জন। ৮টি আসনে জয়ের পর শাসকদল তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ বেরা এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছেন, "আমাদের একাংশের কিছু ত্রুটির জন্য এখানকার মানুষ মানুষ লোকসভাতে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বিজেপি লিড পেয়েছিল। তবে মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরেছেন, সমবায়ের সবকটি আসনে জয়ই তার প্রমাণ।"
জয়ের আনন্দে এদিন আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছিল সিপিএমও। তবে ৮টি আসনের কোনওটিতেই জিততে পারেনি বিরোধীরা।
তাৎপর্যপূর্ণভাবে পদ্মশিবিরের তরফে ভোট লুট বা সন্ত্রাসের অভিযোগ আনা হয়নি। বরং সমবায়ে জয় না এলেও পুরো ঘটনায় নিজেদের 'নৈতিক জয়' দেখছে গেরুয়া শিবির। বিজেপি তমলুক ৪ মণ্ডল সভাপতি স্বপনকুমার মান্নার দাবি, "অতীতে এখানে আমরা প্রার্থীই দিতে পারতাম না। সেখানে এবারে সমবায়ের সবকটি আসনে আমরা শুধু প্রার্থী দিতে পেরেছি তাই নয়, হাড্ডাহাড্ডি লড়াইও দিতে পেরেছি। তাই এটা আমাদের কাছে নৈতিক জয়।"
TOP RELATED