Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মোদীর চিন্তা বাড়িয়ে ফাটল ধরল NDA জোটে

মোদীর চিন্তা বাড়িয়ে ফাটল ধরল NDA জোটে

Published on: Published on 2024-08-04 04:30 PM

Share on:

ইসবার ৪০০ পার হয়নি, অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির । ৫৪৩ টি আসনের মধ্যে ২৪২ টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি । ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে । বড় শরিক তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমারকে বাজেটে ভরিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


অন্যান্য জোট সঙ্গীদের দেওয়া হয়েছে ক্যাবিনেট মিনিস্ট্রি।


এদিকে মন্ত্রীসভা গঠন হওয়ার ২ মাস পেরিয়ে যাওয়ার আগেই মোদীর চিন্তা বাড়িয়ে ফাটল ধরল NDA জোটে। বিজেপির কীর্তিকে চরম ক্ষুব্ধ JDS, সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতে পারে কুমারস্বামীর দল। গত বিধানসভা ভোটে প্রাক্রন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল কর্নাটকে। নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটে সামিল হয় JDS। লোকসভা নির্বাচনে কুমারস্বামীর দলকে ৩ টি আসন ছাড়ে বিজেপি। কিন্তু এবার যেন আর বিজেপি-র কর্তৃত্ব মানতে পারছে না JDS।


বিজেপির ডাকে আয়োজিত পদযাত্রা থেকে বুধবার নিজেদের সরিয়ে নিল জোটসঙ্গী জেডিএস। আর এর দায় সরাসরি গেরুয়া শিবিরের উপরেই চাপিয়েছেন দলের সুপ্রিমো এইচ ডি কুমারস্বামী। তাঁর সাফ কথা, 'বিজেপি যদি আমাদের বিশ্বাসই না করে, তাহলে আমরা সমর্থন করব কেন?' আর এই মন্তব্যেই স্পষ্ট যে বিরোধী মহাজোট 'ইন্ডিয়া' যত ঐক্যবদ্ধ হচ্ছে, ততইহচ্ছে, ততই অন্তর্কলহ বাড়ছে শাসক এনডিএ শিবিরে।


লোকসভা নির্বাচনের আগে কুমারস্বামীর ভাইপোর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সামনে আসে। পারিবারিক শক্ত ঘাঁটি হাসান কেন্দ্রে হেরে যান প্রোজ্জ্বল রেভান্না। তাঁকে হারাতে আদাজল খেয়ে মাঠে নেমেছিলেন হাসানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রীতম গৌড়া। তিনিই প্রোজ্জ্বলের যৌন হেনস্তার পেনড্রাইভ সকলের মধ্যে ছড়িয়ে দিতে বড় ভূমিকাও নেন। সেই প্রীতম গৌড়াকে বিজেপি মুদা-দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রায় নেতৃত্বের দায়িত্ব দেওয়ায় চটেছেন কুমারস্বামী।

TOP RELATED