Last Update
বিজেপির ৪০ তারকা প্রচারক
উপনির্বাচন মোটে বাংলার চার কেন্দ্রে। প্রার্থী চারজন। আর তার জন্য ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় রয়েছেন দিলীপ, লকেট, অগ্নিমিত্রা এবং তাপস রায়ের মতো পরাজিত প্রার্থীরা। আবার তেমনই রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারকা প্রচারকের তালিকায় রয়েছেন সাংসদরাও। রয়েছেন রুদ্রনীল ঘোষও।লোকসভা নির্বাচনের মুখে বারবার বঙ্গে প্রচারে এসেছেন মোদি-শাহের মতো কেন্দ্রীয় নেতৃত্ব। তা নিয়ে রাজ্যের শাসক শিবির বারবার তোপও দেগেছে বিজেপিকে। তবে আশানুরূপ ফল হয়নি। এত ভোটপ্রচার, কাদা ছোড়াছুড়ির পরেও ঘাসফুলের দাপটে বাংলায় সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি পদ্মশিবির। চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় কমেছে আসন সংখ্যা। আঠারোর থেকে কমে দাঁড়িয়েছে বারোয়। সামনেই উপনির্বাচন। লোকসভা নির্বাচনের ফলের পুনরাবৃত্তি হোক, তা স্বাভাবিকভাবে চান না দলের কেউই। তাই দলীয় নেতাকর্মীদের মতামত মাথায় রেখে এবার প্রার্থী বাছাই করা হয়। বলে রাখা ভালো, গত বিধানসভা নির্বাচনের মতো এবারও মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে। মতুয়াগড় হিসাবে পরিচিত বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয়কুমার বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। মানসকুমার ঘোষকে রায়গঞ্জ কেন্দ্রের জন্য টিকিট দেওয়া হয়েছে।
TOP RELATED