Last Update
কাশ্মীরের ঝিলম নদীতে ছাত্র ভর্তি নৌকাডুবি! মৃত অন্তত ৪, নিখোঁজ বহু
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: মঙ্গলের ঘটল অমঙ্গল! সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরে শ্রীনগরের গণ্ডওয়ালের নৌকাডুবি। যাত্রীবোঝাই নৌকা উলটে গেল ঝিলম নদীতে। ইতিমধ্যেই জলে ডুবে চার জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বেশ কয়েকজন নদীতে তলিয়ে গিয়েছেন বলেই আশঙ্কা। আপাতত উদ্ধারকাজে নেমেছে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। কিন্তু তাঁদের মধ্যে একটা বড় অংশই ছিল পড়ুয়া। মূলত দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ছিলেন ওই নৌকায়। ঝিলম নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ফলে ডুবে যান যাত্রীরা। ভোরবেলা নৌকাডুবির খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝিলম নদীতে ডুবে যাওয়া চারজনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও সাতজনকে। তার মধ্যে তিনজনকে ভরতি করা হয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে।
তবে ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। কতজন ডুবে গিয়েছেন, সেই সংখ্যাও জানা যায়নি। তবে এখনও অনেকজন নিখোঁজ বলেই মত আধিকারিকদের। প্রসঙ্গত স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জানানো হলেও ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে পুলিশ। দুর্ঘটনার ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। পুলিশ-প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়ারা। সড়ক অবরোধও চলে।
স্থানীয়রা জানিয়েছেন, গণ্ডওয়াল থেকে শ্রীনগর সংযোগকারী একটি ব্রিজ এক দশকের বেশি সময় ধরে এখনও নির্মীয়মাণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের কাজ সম্পূর্ণ করাতে গা-জোয়ারির অভিযোগ। সেই কারণে বাধ্য হয়েই নদী পথে ভরসা করে নৌকায় পারাপার করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এতদিনে ব্রিজ নির্মাণ হয়ে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটত না।
অন্যদিকে নৌকাডুবির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্বেগ প্রকাশ করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘শ্রীনগরের কাছে লাসজনের কাছে ঝিলম নদীতে নৌকাডুবিতে গভীর ভাবে উদ্বিগ্ন। প্রার্থনা করি সকলকে যেন নিরাপদে উদ্ধার করা যায়।’
TOP RELATED