Last Update
ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু!
আর জি কর আবহে এবার ঝাড়গ্রাম মেডিক্যালের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ। পাশে মিলেছে একটি সিরিঞ্জ ও সুইসাইড নোট। সম্পর্কের জটিলতা নাকি থ্রেট কালচারের জেরে এই চরম পরিণতি? ক্রমশ ঘনাচ্ছে রহস্য।জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম দীপ্র ভট্টাচার্য। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত ছিলেন তিনি। একাই থাকতেন ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকার একটি ফ্ল্যাটে। স্ত্রী ও পরিবার অন্যত্র থাকতেন। সূত্রের খবর, এদিন দীর্ঘক্ষণ স্ত্রী দীপ্রর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাতেই তাঁর সন্দেহ হয়। ছুটে আসেন ফ্ল্যাটে। ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। দরজা ভাঙতেই উদ্ধার হয় দীপ্রর দেহ। পাশে পড়েছিল একটি সুইসাইড নোট ও সিরিঞ্জ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন চিকিৎসক। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। তবে এই ঘটনায় উঠে এসেছেন একাধিক বিষয়। শোনা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে কিছু সমস্যা চলছিল দীপ্রর। এদিকে আর জি কর নিয়েও উদ্বিগ্ন ছিলেন। থ্রেট কালচারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোশাল মিডিয়ায় অভয়ার মৃত্যু সংক্রান্ত পোস্ট করেছেন তিনি। কিন্তু কেন মৃত্যু? নেপথ্যে স্ত্রীর সঙ্গে অশান্তি নাকি অন্যকিছু? তা এখনও স্পষ্ট নয়। আর জি কর আবহে এই ঘটনায় প্রবল শোরগোল এলাকায়।
TOP RELATED