Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আনকোরা মুখই ভরসা অস্ট্রেলিয়ার

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আনকোরা মুখই ভরসা অস্ট্রেলিয়ার

Published on: Published on 2024-11-28 06:52 PM

Share on:

পারথে প্রথম টেস্টে ভারতের কাছে হেরে যথেষ্ট চাপে অস্ট্রেলিয়া। তার মধ্যে প্যাট কামিন্সদের চিন্তা আরও বাড়াচ্ছেন মিচেল মার্শ। চোটের সমস্যা রয়েছে অজি অলরাউন্ডারের। সেই কথা মাথায় রেখে অ্যাডিলেড টেস্টের আগে নতুন মুখকে দলে নিল অস্ট্রেলিয়া। জাতীয় দলের হয়ে একটাও ম্যাচ না খেলা ব্যু ওয়েবস্টারকে রাখা হল স্কোয়াডে।৩০ বছর বয়স হলেও অস্ট্রেলিয়ার জার্সিতে কখনও খেলেননি ব্যু। ডানহাতি এই ব্যাটার মাঝেমাঝে পেস বোলিংও করেন। তাই মিচেল মার্শের বিকল্প হিসাবে তাঁকেই ভাবছে অজি টিম ম্যানেজমেন্ট। অ্যাডিলেডে দিনরাতের টেস্টে মিচেল যদি খেলতে না পারেন তাহলে হয়তো নামানো হতে পারে ব্যুকে। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৭৮৮ রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি এবং ৯টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিরুদ্ধে খেলেন ব্যু। চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসের দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। দুই ইনিংসে ৬১ এবং ৪৯ রান করার পাশাপাশি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স করেছিলেন ব্যু। তার পরে শেফিল্ড শিল্ডের ম্যাচেও ভালো খেলার পরে সোজা জাতীয় দলে ডাক পেলেন।ম্যাচ শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়ার নির্বাচকপ্রধান জর্জ বেইলির ফোন আসে ব্যুয়ের কাছে। জাতীয় দলে ডাক পেয়ে অজি ক্রিকেটার বলছেন, “‘এ’ দলের হয়ে খেলা মানে টেস্টের থেকে মাত্র একধাপ নিচে থাকা।” আগামী সপ্তাহে অ্যাডিলেডে গিয়ে অজি দলের সঙ্গে যোগ দেবেন ব্যু। যদিও অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, অ্যাডিলেড টেস্টের দলে কোনও বদল হবে না। পারথ টেস্টের দল নিয়েই দিনরাতের ম্যাচে নামবেন প্যাট কামিন্সরা।

TOP RELATED