Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ফের ব্যর্থ রোহিত-বিরাট

ফের ব্যর্থ রোহিত-বিরাট

Published on: Published on 2024-12-07 07:47 PM

Share on:

সকালে ট্রাভিস হেডের তাণ্ডব। সন্ধে হতেই গোলাপি বলে হিমশিম খেলেন ভারতের ব্যাটাররা। ফের ব্যর্থ বিরাট কোহলি আর রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে প্রথমজনের সংগ্রহ ১১ রান, দ্বিতীয়জন করলেন মাত্র ৬। অ্যাডিলেডে কামিন্স, স্টার্ক, বোলান্ডের বল যেন সর্ষেফুল দেখাচ্ছে ভারতীয় ব্যাটারদের চোখে। এখনও লড়ছেন ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি। ৫ উইকেট হারিয়ে ভারত পিছিয়ে আছে ২৯ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১২৮। প্রথম ইনিংসে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল মাত্র ৯৪ রানে। আর দ্বিতীয় দিনে শুরু হল ট্রাভিস হেডের তাণ্ডব। হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন তিনি। ৪ উইকেট তুলে নজর কাড়লেন একমাত্র বুমরাহই। মার্নাস লাবুশেনকে ফেরান নীতীশ রেড্ডি। স্টিভ স্মিথ, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারিরা রান না পেলেও হেডের হাত থেকে মুক্তি মিলল না। শেষ পর্যন্ত ১৪১ বলে ১৪০ রান করে আউট হন হেড। সিরাজ ৪ উইকেট নিলেও দেদার রান বিলোলেন। অবশেষে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। তাদের লিড ছিল ১৫৭ রানের।জবাবে শুরুতেই ধাক্কা। ৭ রানের মাথায় ফিরে গেলেন কেএল রাহুল। কিন্তু অন্যদিকে চালিয়ে খেলছিলেন যশস্বী জয়সওয়াল। ২৪ রান করে বোলান্ডের বলে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। বেশিক্ষণ টিকলেন না শুভমান গিলও। তিনি ২৮ রানে আউট হন। ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি। বোলান্ডের একটা আপাত নির্বিষ বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কোহলি। সংগ্রহ মাত্র ১১ রান। একই অবস্থা রোহিত শর্মারও। প্রথমেই স্টার্কের বলে আউট হন তিনি। কিন্তু ভাগ্য ভালো যে সেটি নো বল হয়। তার সুফল আর তুলতে পারলেন কোথায়? ১৫ বলে ৬ রান করে কামিন্সের বলে সোজা বোল্ড। আপাতত ভারতের ইনিংস সামলাচ্ছেন ঋষভ পন্থ ও নীতীশ রেড্ডি। লড়াকু মেজাজে ২৮ রান করে অপরাজিত পন্থ। নীতীশের রান ১৫। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ১২৮। কিন্তু এখনও পিছিয়ে ২৯ রানে। এই টেস্ট জিততে গেলে এখন অলৌকিক কিছুই ভরসা!

TOP RELATED